খবর ২৪ঘণ্টা ডেস্ক: আগামী একাদশ জাতীয় সংসদ ‘নির্বাচনের পরও তো দেশে আপনাদের থাকতে হবে। সেই কথাটা ভেবেই আপনারা দায়িত্ব পালন করবেন।’
আজ সন্ধ্যায় নির্বাচন কমিশনের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে সিইসি ও কমিশনারদের উদ্দেশ্যে এমন কথা বলেন জাতীয় ঐক্যফ্রন্ট নেতারা। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফকালে জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ও জেএসডি সভাপতি আ স ম আবদুর রব একথা জানান।
তিনি বলেন, জাতীয় নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছি। নির্বাচন কমিশনকে আমরা বলেছি, কোনো বিশৃঙ্খলা হলে সেনাবাহিনী যাতে গ্রেফতার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারে। ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে সেনাবাহিনী মোতায়েন করতে হবে। সিইসির সভাপতিত্বে বৈঠকটি বিকেল সাড়ে ৩টার দিকে শুরু হয়, যা চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
খবর ২৪ঘণ্টা/ নই
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।