নিজস্ব প্রতিবেদক :
আওয়ামী লীগ মনোনীতমেয়র প্রার্থীএএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণার শুরুর দিন থেকেই প্রচারের পাশাপাশি আমাদের বিরুদ্ধে অপপ্রচার, বিশেদগার, নির্বাচনে কমিশনে লিখিত অথবা মৌখিত অভিযোগ দায়ের করে আসছে। মিডিয়া বা গোলটেবিল বৈঠক সবখানে মনের মাধুরী মিশিয়ে অপপ্রচার চালাচ্ছে তারা। বিএনপির যিনি প্রার্থী, সে সর্বদিক দিয়ে ব্যর্থ। ভোটারদের সামনে যাওয়ার মুখ নাই। সেজন্যে নির্বাচনকে বানচাল করার জন্যে অথবা প্রশ্নবিদ্ধ করা অথবা নির্বাচন থেকে সরে যাওয়ার জন্যে, এইরকম নানাবিধ চিন্তা মাথায় রেখেই এ সমস্ত কথা বলছে। শনিবার নগরীর ২০ নং গণসংযোগের সময় গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এসব বলেন।
লিটন আরো বলেন, নির্বাচনের আচরণবিধি মেনে নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ রেখেছি। ভবিষ্যতেও শান্তিপূর্ণ থাকবে, রাখা হবে। তবে কেউ যদি শাস্তিপূর্ণ পরিবেশ অশান্ত করার অপচেষ্টা করে, তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রতিহত করবে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বেলা পৌনে ১১টায় নগরীর ২০ নং ওয়ার্ডের বেলদারপাড়া মোড় থেকে গণসংযোগ শুরু করেন আওয়ামী লীগ মনোনীত, মহাজোট সমর্থিত মেয়র প্রার্থী, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি, সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এরপর সুলতানাবাদ, কাশেমীরা মাদ্রাসা, নতুনপাড়া, মুনসি ডাংগা, বোয়ালিয়া পাড়া এলাকায় বাড়িতে বাড়িতে গিয়ে ভোটারদের কাছে ভোট চান তিনি।
গণসংযোগের সময় মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আসলাম সরকারসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে নগরীর নিউ মার্কেট এলাকার বিভিন্ন মোবাইল দোকানসহ অন্যান্য দোকানগুলোতে গিয়ে স্বাধীনতা ও উন্নয়নের প্রতীক নৌকার মার্কায় ভোট চান।
এদিকে আজ বিকেল সাড়ে ৪টায় নগরীর ২১ নং ওয়ার্ডের শিরোইল কাঁচাবাজার এলাকা থেকে গণসংযোগ শুরু করবেন এএইচএম খায়রুজ্জামান লিটন। এরপর সন্ধ্যা পর্যন্ত শিরোইল বাস স্ট্যান্ড, মহলদারপাড়া, বিহারীপাড়া ও খুলিপাড়া এলাকায় গণসংযোগ করবেন তিনি।
খবর২৪ঘণ্টা/এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।