নিজস্ব প্রতিবেদক :
নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে এবং নির্বাচন থেকে সরে যাওয়ার পথ খুঁজছে বিএনপি। আর এজন্য বিএনপি নিজেরাই তাদের নির্বাচনী প্রচারণা পথসভায় বোমা হামলা চালিয়েছে। আর এর দোষ চাপাচ্ছে আওয়ামী লীগের উপর।
মঙ্গলবার দুপুরে রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের নেতারা এসব কথা বলেন।সংবাদ সম্মেলনে রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনের আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী, নগর আওয়ামী লীগ সভাপতি, সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, নির্বাচনের প্রচারণার শুরুর প্রথম দিন থেকেই বিএনপি নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনসহ বিভিন্ন অভিযোগ করে আসছে। এটি তাদের অভ্যাসে পরিণত হয়েছে।
এটি তারা সর্বত্রই বলেন। যে কয়েকটি নির্বাচন হয়ে গেল, সবকটি নির্বাচনে তারা একই কথা বলেছে। লিটন বলেন, বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু গতকাল রাজশাহীতে আসার পরে আমরা লক্ষ্য করলাম, একটা প্রচার সারাশহরে ছড়িয়ে পড়ে যে, দুলু শহরের প্রান্তসীমায় একটি হোটেলে অবস্থান নিয়েছেন। সেখানে একটি মোটা অংকের টাকা লেনদেন হচ্ছে বা হবে। এটি জানাজানি হয়ে যাওয়ার কারণে স্থান পরিত্যাগ করে তিনি পর্যটন মোটেলে অবস্থান গ্রহণ করেন। এই কালোটাকা নির্বাচনকে প্রভাবিত করার জন্যে এসেছে এবং একহাত থেকে আরেক হাতে গেছে-এ বিষয়ে কোনো সন্দেহ নাই।
তিনি আরো বলেন, বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু গতকাল সন্ধ্যায় সাড়ে ৭টা থেকে ৮টা পর্যন্ত পর্যটন মোটেল থেকে লন্ডনে তারেক রহমানের সঙ্গে কথা বলেছেন বলে আমরা জানতে পেরেছি। আমার কাছে এখন মনে, ওইখান থেকেই হয়তো নির্দেশ এসেছে, এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্যে ও আমাদের ঘাড়ে দোষ চাপাতে একটা ঘটনা ঘটাতে হবে। তারই অংশ হিসেবে আজকে শান্তির্পূণে পরিবেশে ২/৩ টা ককটেল বিস্ফোরিত হয়।সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য এসএম কামাল হোসেন বলেন, বিএনপির ঘরে আগুন, অর্šÍদ্ব›দ্ব। বিএনপির অর্ন্তকলহ ও অভ্যন্তরীণ দ্ব›েদ্বর বহিঃপ্রকাশ ঘটেছে তাদের আজকের পথসভায়। বিএনপির এখানে কে কোন গ্রæপ তা, আপনারা সবাই জানেন। আমাদের কাছে খবর আছে, দুর্নীতিবাজদের পৃষ্টপোষক তারেক রহমানের কাছ থেকে রাজশাহীর একজন নেতা দেখা করে এসেছেন। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য এবং নির্বাচন থেকে সরে যাওয়ার জন্যে তারা পথ খুঁজছেন। কারণ তারা জানে এই নির্বাচনে খায়রুজ্জামানের লিটনের পক্ষে রাজশাহীর মানুষ ঐক্যবদ্ধ। বিএনপির মেয়রের অযোগ্যতা ও অদক্ষতার জন্যে রাজশাহীর মানুষ তাদের কাছ থেকে মুখ ফিরেয়ে নিয়েছেন। রাজশাহীর উন্নয়নে দলমত নির্বিশেষে সবাই খায়রুজ্জামান লিটনের পক্ষে এসেছেন।
তাই এখন বিএনপি পথ খুঁজছে কীভাবে পালিয়ে যাওয়া যায়। এই কারণে দুলু সাহেবেরা ষড়যন্ত্র করছে। আমরা প্রশাসনকে অনুরোধ করছি, প্রকৃত ঘটনা অনুসন্ধার করে বের করার। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি, মাহফুজুল আলম লোটন, সাধারণ সম্পাদক ডাবলু সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক নাইমুল হুদা রানা প্রমুখ।
খবর২৪ঘণ্টা/এমকে