খবর২৪ঘণ্টা ডেস্ক: আসন্ন জাতীয় নির্বাচনের আগে নির্বাচনকালীন সরকার করার ব্যাপারে সরকার রাজি থাকলে বিএনপির প্রস্তাবে তাঁদের আপত্তি কেন, এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।
আজ শুক্রবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন ব্যারিস্টার মওদুদ।
মওদুদ বলেন, ‘নির্বাচনকালীন সরকার বলতে সংবিধানে কিছুই নাই। তার মানে তারা সংবিধান থেকে সরে আসতে চাইছে… মানুষকে ভুল বোঝানোর জন্য যে আমরা তো নির্বাচনের জন্য একটা আলাদা নির্বাচনকালীন সরকার করেছি। প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীই থাকবেন, প্রশাসন তাঁদের অধীনে থাকবে। বিজ্ঞপ্তি দিয়ে বলবেন যে নির্বাচন কমিশনকে আমরা এসব ক্ষমতা দিয়ে দেবো। সংবিধানে নির্বাচন কমিশনকে এসব ক্ষমতা দেওয়ার অধিকার প্রধানমন্ত্রীকে দেওয়া হয়েছে?’ প্রশ্ন ছুড়ে দেন মওদুদ।
এর পরপরই বিএনপির স্থায়ী কমিটির প্রবীণ এই নেতা বলেন, ‘যদিও তাঁরা নিজেরাই বলছেন, নির্বাচনকালীন সরকার করতে তাঁরা রাজি আছেন, তাহলে আমাদের প্রস্তাব গ্রহণ করতে আপত্তি থাকার তো কথা নয়।’
বিএনপিকে বাইরে রেখে নির্বাচন করার চক্রান্ত চলছে অভিযোগ করে মওদুদ বলেন, ‘দেশে আর একতরফা নির্বাচন হতে দেওয়া হবে না।’
আলোচনার একপর্যায়ে জাতীয় ঐক্য প্রক্রিয়া প্রসঙ্গে বলতে গিয়ে মওদুদ আহমদ বলেন, ‘ঐক্য নষ্ট করার ষড়যন্ত্র করছে ক্ষমতাসীনরা। আগামী এক মাসেই আপনারা অনেক পরিবর্তন দেখতে পাবেন। জাতীয় ঐক্য প্রক্রিয়াকে আমরা আরো শক্তিশালী করব, সুসংহত করব, আমরা কর্মসূচি দেবো।’
খবর২৪ঘণ্টা / সিহাব