1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
নির্ধারিত সময়ের পর দোকান খোলা-ভিড়, ৩৭ জনকে জরিমানা - খবর ২৪ ঘণ্টা
শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৯:০০ অপরাহ্ন

নির্ধারিত সময়ের পর দোকান খোলা-ভিড়, ৩৭ জনকে জরিমানা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২০

খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত সাধারণ ছুটিতে অকারণে ঘোরাফেরা নিয়ন্ত্রণ ও দোকানপাটে সামাজিক দূরত্ব বজায় এবং নির্ধারিত সময়ের পর দোকান বন্ধ রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানী জুড়ে অভিযান পরিচালনা করেছে। অভিযানে মোট ৩৭ জন দোকানদার, অকারণে ঘোরাঘুরি করায় ৩৪ ব্যক্তি এবং একজন মোটরসাইকেল চালককে মামলা করে জরিমানা আদায় করা হয়েছে।

ডিএমপি জানায়, দোকানে সামাজিক দূরত্ব নিশ্চিত না করে পণ্য বিক্রি ও ডিএমপি নির্ধারিত সময় বিকেল ৪ টার পর দোকান খোলা রাখায় তাদের এই জরিমানা করা হয়। বুধবার দিনভর অভিযান চালিয়ে এসব মামলা-জরিমানা করে ডিএমপি।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপি জানায়, সর্বমোট ৮২টি মামলায় একজন মোটরসাইকেল চালকসহ ৩৭ দোকানদার ও ৪৪ ব্যক্তির বিরুদ্ধে ডিএমপির ভ্রাম্যমাণ আদালত ৫৬ হাজার ৬০০ টাকা জরিমানা করে।

এর মধ্যে রমনা বিভাগে একজন দোকানদারকে পাঁচ হাজার টাকা ও ২২ জনকে ৮ হাজার ৩০০ টাকা, লালবাগ বিভাগে সাতজন দোকানদারকে পাঁচ হাজার ২০০ টাকা ও পাঁচ জনকে ২ হাজার ২০০ টাকা, মতিঝিল বিভাগে ১০ জন দোকানদারকে ১০ হাজার ৫০০ টাকা ও একজন মোটর সাইকেল চালককে ৫০০ টাকা, ওয়ারী বিভাগে দুইজন দোকানদারকে এক হাজার টাকা ও ১৭ ব্যক্তিকে ৩ হাজার ৩০০ টাকা এবং মিরপুর বিভাগে ১৭ জন দোকানদারকে ২০ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়।

নগরবাসীকে অপ্রয়োজনে রাস্তায় ঘোরাঘুরি না করে ঘরে থাকার অনুরোধ জানিয়েছে ডিএমপি।

দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে ১৬৩ জনের মৃত্যু হলো। আক্রান্ত হিসেবে গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৬৪১ জন। ফলে দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৭১০৩। বুধবার (২৯ এপ্রিল) স্বাস্থ্য অধিদফখবর২তর নিয়মিত ব্রিংফিংয়ে এসব তথ্য জানায়।

খবর২৪ঘন্টা/নই

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team