নিজস্ব প্রতিবেদক :
হোস্টেলের ছাত্রীদের নিরাপত্তার দাবিতে রাজশাহী ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির অধ্যক্ষের কার্যালয় ঘেরাও করেছে সাধারণ ছাত্রীরা। বুধবার সকাল ১০টার দিকে হোস্টেলের আবাসিক শিক্ষার্থীরা অধ্যক্ষের সাথে দেখা করে স্মারকলিপি দেয় ও ঘেরাও করে।
হোস্টেলের আবাসিক শিক্ষার্থীরা অভিযোগ করে জানায়, হোস্টেল ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারী আনোয়ার হোসেন তুহিন এদের দু’জনের পড়াশোনা গত ৫ বছর আগেই শেষ হয়ে গেছে। তারপরও তারা হোস্টেলের সিট দখল করে বহিরাগতদের নিয়ে হোস্টেলে অবস্থান করে চাঁদাবাজি করছে। এমন কি গত কয়েকদিন আগে তারা ছাত্রী হোস্টেলে গিয়ে ছাত্রীদের সাথে অশালীণ আচরণ করে। চাঁদা না দেওয়াও তারা এ আচরণ করেছে।
এ ঘটনায় তারা সকাল ১০টায় অধ্যক্ষের কার্যালয়ে গিয়ে একটি অভিযোগ আকারে স্মারকলিপি দেয়। এরপর তারা নিরাপত্তার দাবি পূর্ন না হওয়া পর্যন্ত অধ্যক্ষের অবস্থান নেয়। সাধারণ ছাত্রীদের অধ্যক্ষের কার্যালয়ে দেখে ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল শুরু করে। পরিস্থিতি মোকাবেলায় সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে সেখানে উত্তেজনা বিরাজ করছে।
অধ্যক্ষ সিরাজুল ইসলাম বলেন, স্মারকলিপি পেয়েছি। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
খবর২৪ঘণ্টা/এমকে