1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
নিভে গেল ঘলঘাট প্রতিভা কোচিং সেন্টারের আলো - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৪:৩৭ পূর্বাহ্ন

নিভে গেল ঘলঘাট প্রতিভা কোচিং সেন্টারের আলো

  • প্রকাশের সময় : বুধবার, ২৫ এপ্রিল, ২০১৮

বান্দরবান প্রতিনিধি: অন্ধকারে নির্মজ্জিত হলো আজ থেকে ধলঘাট প্রতিভা কোচিং সেন্টারের আলো । স্বপ্ন আর আলোর দিশারী হয়ে যিনি দীর্ঘ বছর ধরে ছেলে মেয়েদের শিক্ষার আলোয় আলোকিত করেছেন সে আলোর কান্ডারী আর আমাদের মাঝে নেই । হৃদ রোগে আক্রান্ত হয়ে সবাইকে কাদিঁয়ে পৃথিবীর মায়া ছেরে কাল রাতে চির বিদায় নিলেন শ্রদ্ধেয় শিক্ষক ও পুজারী শ্রী প্রদীপ চক্রবর্ত্তী ।

যার অনুপ্রেরনাকে কেন্দ্র করে অনেক তরুন অগ্রসর হয়ে সামনের পথ চলাকে করেছে সুদৃড় সে মানুষটি আর পথ দেখানোর জন্য আমাদের মাঝে নেই এই কথা ভাবতে হ্রদয় বিচলিত হয়ে উঠে। যিনি র্দীঘ বছর ধরে পূজারী হয়ে সৃষ্টিকর্তার সেবাই নিয়োজিত ছিলেন ,তার এই অকালে চলে যাওয়া সহজে পূরন হওয়ার নয় । অতি যন্ত সহকারে যিনি ছেলে মেয়েদের শিক্ষাদান করেছেন যার নিজের পকেটের টাকায় গরীর ছেলে মেয়েদের বই কিনে দিয়েছেন । ফ্রিতে যিনি গরীর ছেলে মেয়েদের পাঠ দান করিয়ে আলোর পথ দেখাতেন তাকে কি করে ভুলবে জাতি। যার কাছে দীর্ঘ ৪ টি বছর পড়া শুনা করে যার অনুপ্রেরনা পেয়ে আজ জাতীয় পর্যায়ের সাংবাদিক হয়েছি । কোন দিন ভাবতে পারিনি যে শিষ্য হয়ে নিজ শিক্ষা গুরুর মৃত্যু খবর নিজ হাতে পএিকায় প্রকাশিত করতে হবে। দু চোখের অশ্রু জলে লিখতে লিখতে চোখের সামনে ভেসে ওঠে স্যারের আদর, বকুনি । আর পারবো স্যার আপনার বকুনি খেতে ,দুচোখ ভরে আপনাকে দেখতে। কিন্তু আপনি বেঁছে থাকবেন সকলে অন্তরের হৃদয়ের মনি কোটায়।

যেখানেই থাকুন স্যার আপনি পরম পদ লাভ করুন,যেভাবে আপনি সবাইকে আলোর পথ দেখিয়েছেন ,সৃষ্টিকর্তা যেন আপনাকে একিভাবে আলোর পথ দেখিয়ে তার কাছে স্থান দেয় ।

খবর২৪ঘণ্টা.কম/নজ 

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST