সংবাদ বিজ্ঞপ্তি : রাজশাহী মহানগরীর অটোরিক্সা ও চার্জার রিক্সা গ্যারেজ মালিকদের সঙ্গে রেজিস্ট্রেশনবিহীন অবৈধ অটো/চার্জার রিক্সা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নগরভবনের সিটি হল সভাকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু।
রাজশাহী মহানগরীতে চলাচলকারী অটোরিক্সা ও চার্জার রিক্সা গ্যারেজ মালিকদের রেজিস্ট্রেশনবিহীন অবৈধ অটো/চার্জার রিক্সা চার্জ না দেওয়ার বিষয়ে রাসিকের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। এছাড়াও গ্যারেজ মালিকদের ট্রেড লাইসেন্স গ্রহণ করে বৈধভাবে ব্যবসা পরিচালনার জন্য অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সভাপতির বক্তব্যে প্যানেল মেয়র সরিফুল ইসলাম বাবু বলেন, মহানগরীতে যানজট নিরসনে চলমান অটোরিক্সা/চার্জার রিক্সাসমূহ শৃঙ্খলা আনয়নের লক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃক গৃহীত নীতিমালা অনুযায়ী, ছয় আসন বিশিষ্ট অটোরিক্সা রাজশাহী সিটি কর্পোরেশনের রেজিস্ট্রেশন নাই, ২০১৯-২০২০ রেজিস্ট্রেশন নবায়ন না থাকলে, মেরুন ও পিত্তি রং ছাড়া অন্য যেকোন রং এর অটোগাড়ী (ছয় আসন বিশিষ্ট) চলাচল করলে তা অবৈধ বলে বিবেচিত হবে। এছাড়া তিন আসন বিশিষ্ট চিকন চাকার চার্জার রিক্সা, চার্জার রিক্সার রাজশাহী সিটি কর্পোরেশনের রেজিস্ট্রেশন নাই, ঘ- সিরিজের সকল চার্জার রিক্সার রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে এছাড়াও ১৪ সাইজের অধিক চাকার চার্জার রিক্সা অবৈধ বলে বিবেচিত হবে।
অটোরিক্সা ও চার্জার রিক্সা নবায়নের মেয়াদ ১৫ জানুয়ারি পর্যন্ত নির্ধারিত করা হয়েছে। তবে আগামী ১৬ তারিখ হতে নবায়নে ১০% হারে সারচার্জ প্রযোজ্য হবে। এ বিষয়ে মাইকিং করা হবে। আগামী জুলাই মাস থেকে স্বল্পমূল্যে রিক্সাহুড সরবরাহ করবে রাজশাহী সিটি কর্পোরেশন। রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন নগরীতে কর্মসংস্থান সৃষ্টি ও পরিবেশবান্ধব এ যানটিকে অনুমোদন দিয়েছেন। বিপুল সংখ্যক এ জনগোষ্ঠীকে সম্পৃক্ত করতে
মেয়রের এ উদ্যোগ সফল হয়েছে। সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে রাজশাহী এখন মডেল নগরীতে পরিণত হয়েছে। সকল ক্ষেত্রে মডেল হতেও নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নগরীর যান চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ট্রাফিক বিভাগসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়।
মতবিনিময় সভায় রাসিকের ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক, রাসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ নুর-ঈ-সাঈদ, আরএমপি ট্রাফিকের টিআই মোফাখখারুল ইসলাম, ট্যাক্সেশন কর্মকর্তা (লাইসেন্স) সারোয়ার হোসেন, উপ-ট্যাক্সেশন কর্মকর্তা (যান) কাজী আনোয়ারা দিল, পরিদর্শক সাইদুল ইসলাম প্রমুখ।
এস/আর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।