বিনোদন ডেস্ক: চ্যানিং ট্যাটম এবং জিনা ডেওয়ানের সেপারেশনের পর থেকেই হলিউডে শোরগোল পড়ে গিয়েছিল৷ বলিউডে যেমন বিয়ের মরশুম তেমন হলিউডে এখন বিচ্ছেদর মরশুম৷ একের পর এক আইডিয়ল কাপেলের বিচ্ছেদ ঘটেই চলেছে৷ গতকাল আরেক হলি কাপেলের বিচ্ছেদ হল৷ লিয়াম পেইন এবং শেরিল কোল ট্যুইটারে ঘোষণা করে জানিয়ে দিলেন নিজেদের ব্রেক আপের কথা৷ তাঁদের জুটিকে অন্ধের মতো অনুসরণ করত জেন ওয়াই৷ টানা দু’বছর ডেট করার পর ব্রেক আপের সিদ্ধান্ত নেন তিনি৷
লিয়াম ট্যুইট করে জানান, “শেরিল আর আমি খুবই দুঃখিত৷ কিন্তু আমাদের পথ এবার আলাদা হয়ে যাওয়ার সময় এসে গিয়েছে৷ খুবই কঠিন একটা সিদ্ধান্ত ছিল এটা আমাদের জন্য৷ আমরা এখনও একে অপরকে নিজেদের পরিবারের মতোই মানি৷ আশা করি সকলে আমাদের ব্যক্তিগত কারণ এবং জীবনকে সম্মান করবেন৷”
অন্যদিকে শেরিল ট্যুইট করে হুবহু একই কথা লিখেছেন৷ ঘোষণা করার পর থেকেই নেচদুনিয়ায় হাহাকার পড়ে গিয়েছে৷ তাঁদের মধ্যে যে কিছু একটা সমস্যা ছিল তার টের পেয়েছিল মিডিয়া৷ সূত্রের দাবি, লিয়ামের পেশাগত ব্যস্ততাই নাকি বিচ্ছেদের কারণ৷ অনেকের দাবি তাঁদের বয়সের পার্থক্যই নাকি আসল কারণ৷ লিয়ামের বয়স ২৪ এবং শেরিল ৩৫৷
খবর ২৪ঘণ্টা/ নই