খবর২৪ঘণ্টা.বিনোদন,ডেস্ক: ”ব্ল্যাক অ্যাজ দ্য ডেভিল, হট অ্যাজ হেল, পিওর অ্যাজ এঞ্জেল, স্যুইট অ্যাজ লাভ” নিজের ছবিকে এইভাবে ক্যাপশন করলেন অভিনেত্রী এনা সাহা৷ নিন্দুকরা এখন ভাববেন, নিজের গুণগান নিজেই গাইছেন এনা৷ তবে ব্যাপারটা একদমই তা নয়৷
ছবিটার এক ঝলক দেখলেই আপনারও চোখ কপালে উঠবে৷ একবার নজর পড়লে দৃষ্টি সড়ানো বেশ কঠিন৷ তাই আগে থেকেই হটনেস অ্যালার্ট দিয়ে রাখা ভালো৷ কারণ আট থেকে আশি কেউই আর নিজেকে ঠিক রাখতে পারবেনা এ ছবি দেখার পর৷
একটা বাথরোব পরে কাউচের ওপর বসে রয়েছেন এনা৷ সঙ্গে স্টেটমেন্ট জুয়েলারি৷ কালো রঙের বুট আর ওয়েট লুক৷ আর কি চাই! এতেই বাজিমাত৷ একসঙ্গে হাজার হাজার পুরুষের ধুকপুকানি বেড়ে গিয়ে কোথায় ঠেকল তা বলা বেশ মুশকিল৷ হট অ্যাজ হেল হবেনাই বা কেন৷ এমন বোল্ডনেস ক’জনের হয়? যে মিনিমাল মেকআপে মাত দিতে পারেন যেকোন নায়িকাকে৷ পিওর অ্যাজ এঞ্জেল বলাটাও খুব একটা ভুল নয়৷
তাঁর সৌন্দর্য কোন পরীর থেকে কম তো নয়৷ আর স্যুইটনেসে এনাকে মাত দেওয়ার মতো এখনও কেউ ইন্ডাস্ট্রিতে আসেনি৷ স্যুইট অ্যান্ড সেক্সির মিশেলে এনার এই রূপে কতজন যে ঘায়েল হয়েছে তা প্রমাণ দিচ্ছে লাইকের সংখ্যা আর কমেন্ট সেকশন৷
খবর২৪ঘণ্টা.কম/জন