নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হলেও নির্বাচন কমিশনের প্রতি অনাস্থা প্রকাশ করে ভোট প্রদান করেন নি বিএনপির প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল। ভোট না দেওয়া প্রসঙ্গে বুলবুল বলেন, আমি মেয়র প্রার্থী হয়েও সাধারণ মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে পারিনি। তাহলে আমার ভোটের মূল্য কতটুকু?
এর আসে সোমবার সকাল ৮টার দিকে নগরীর উপশহর টাউন হাইস্কুলে ভোট প্রদান করতে আসার কথা ছিল বুলবুলের। তার অপেক্ষায় সাংবাদিকরা প্রায় দুই ঘণ্টা অপেক্ষা করে চলে যান। পরে মেয়র বুলবুল ইসলামীয়া কলেজ কেন্দ্রে ছুটে যান। অভিযোগ করেন তিনি যে, তার পোলিং এজেন্টদের বিভিন্ন কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। এ জন্যই তিনি সেখানে একা বসে অবস্থান নিয়েছেন।
খবর২৪ঘণ্টা/এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।