দুর্গাপুর প্রতিনিধি: দুর্গাপুর নিগার কোল্ড স্টোরে চলতি আলু মৌসুমে আলু সংরক্ষণের উদ্বোধন করা হয়েছে। এসময় দোয়ার আয়োজন করা হয়। মঙ্গলবার বিকেলে দুর্গাপুর শালঘরিয়া এলাকায় অবস্থিত নিগার কোল্ড স্টোরেজ প্রাইভেট লিমিটেড চত্বরে এর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে নিগার কোল্ড স্টোরেজের ব্যবস্থাপনা পরিচালক নুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা ভাইস চেয়ারম্যান বানেছা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মোতালেব। সন্মানিত অথিতি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ¦ আকমল হোসেন,অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিগার কোল্ড স্টোরেজের পরিচালক নুরুজ্জামান লিটন,পরিচালক মোবাশ্বির হোসেন মোবিন, দুর্গাপুর ফায়ার সর্ভিস স্টেশন কমান্ডর আশরাফুর রহমান, দুর্গাপুর পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের জুনিয়র ইঞ্জিনিয়ার শাহিনুর রহমান প্রমূখ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন নিগার কোল্ড স্টোরেজের ব্যবস্থাপক লিয়াকত আলী সরকার। অনুষ্ঠানে তিনজন সেরা আলু চাষিকে পুরস্কৃত করা হয়।
খবর২৪ঘন্টা/নই