খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: মাদারীপুরের শিবচরে পুকুর থেকে আল-আমিন শিকদার (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কুমেরপাড় এলাকার আদেল উদ্দিন মৃধার পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আল-আমিন শিকদার শিবচর উপজেলা উমেদপুর ইউনিয়নের চরকমলাপুর গ্রামের নুরু মোহাম্মদ শিকদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আল-আমিন মানসিক ভারসাম্যহীন ছিলেন। চারদিন আগে তিনি বাড়ি থেকে নিখোঁজ হন। বৃহস্পতিবার সকালে উপজেলার উমেদপুর ইউনিয়নের কুমেরপাড় এলাকার আদেল উদ্দিন মৃধার পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে স্থানীয়দের সহযোগিতায় পরিচয় শনাক্ত করে।
শিবচর থানা পুলিশের ইন্সপেক্টর (তদন্ত) আমির হোসেন সেরনিয়াবাদ বলেন, উপজেলার চরকমলাপুরে একটি পুকুরে মরদেহ ভাসছে খবর পেয়ে দ্রুত আমরা ঘটনাস্থলে যাই। মরদেহটি উদ্ধারের পর স্থানীয়দের মাধ্যমে জানতে পারি আল-আমিন শিকদার নামে ওই যুবক মানসিক ভারসাম্যহীন ছিলেন। তার মরদেহ মাদারীপুর মর্গে পাঠানো হবে।
খবর২৪ঘন্টা/নই