রাজধানীর নিউমার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি ছুড়েছে বলে অভিযোগ উঠেছে। তবে অভিযোগ অস্বীকার করে পুলিশ বলছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল নিক্ষেপ করা হয়েছে।
সোমবার (১৮ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সংঘর্ষ শুরু হয়।
ঢাকা কলেজের শিক্ষার্থীদের অভিযোগ, পুলিশ ব্যবসায়ীদের কাছ থেকে টাকা খেয়ে শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি ছুড়েছে। এতে ১২ জন শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
হামলার বিচারের দাবিতে আন্দোলনের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। তারা মঙ্গলবার সকাল থেকে নিউমার্কেটের সড়ক বন্ধ করে দিয়েছে। এ ছাড়া বিচার না হওয়া পর্যন্ত দোকান খুলতে দেওয়া হবে না বলেও ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা।
তবে শিক্ষার্থীদের অভিযোগ অস্বীকার করে ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান বলেন, দাম নিয়ে নিউমার্কেটের দোকানির সঙ্গে ঢাকা কলেজের তিন শিক্ষার্থীর বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে শিক্ষার্থীদের মারধর করা হয়। পরে তারা কলেজের হলে গিয়ে বিষয়টি জানালে দোকানিদের মারতে আসেন শিক্ষার্থীরা। পুলিশ খুব বাধা দেয়। কিন্তু বাধা উপেক্ষা করে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১০০ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। তবে কাউকে গুলি করা হয়নি। এ সময় সাত থেকে আটজন পুলিশ আহত হয়েছেন।
বিএ/