রাজধানীর নিউমার্কেটে ব্যবসায়ী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে ছাত্রলীগ জড়িত বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (২২ এপ্রিল) রাজধানীর লেডিস ক্লাবে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।
ফখরুল বলেন, নিউমার্কেটের সংঘর্ষে ছাত্রলীগের সন্ত্রাসীরা জড়িত ছিল। অথচ পুলিশ উল্টো বিএনপির নেতাদের ওপর দায় চাপাচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি।
তিনি বলেন, আওয়ামী লীগ দেশের মানুষের সব অধিকার কেড়ে নিয়েছেন। দেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে।
এ সময় গণতন্ত্র রক্ষা ও পুনরুদ্ধারের লক্ষ্যে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল।
বিএ/