খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: নিউ ইয়র্কের ম্যানহাটনে ব্যস্ততম বাস টার্মিনালে ব্যস্ত সকালে বিস্ফোরণের পর আহত অবস্থায় এক বাংলাদেশি যুবক গ্রেপ্তার হয়েছেন। কায়েদ উল্লাহ নামে ওই যুবক আত্মঘাতী হামলাকারীদের মতো নিজের দেহে বাঁধা বিস্ফোরকের বিস্ফোরণ ঘটিয়েছিলেন বলে দাবি করেছে নিউ ইয়র্ক পুলিশ। যুবকের পরিচয় পাওয়ার পর ক্ষোভে ফুঁসছে নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশি কমিউনিটি। একে-অপরকে ফোন করে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া লিখে তাঁরা জানিয়েছেন এই ক্ষোভ আর শঙ্কার কথা।
আকিয়াদ আইএস দ্বারা অনুপ্রাণিত হয়ে এই হামলার চেষ্টা চালান বলে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যমে খবর এসেছে। তবে পুলিশ এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
যুক্তরাষ্ট্র পুলিশের তথ্য অনুযায়ী, ২৭ বছর বয়সী আকায়েদ সাত বছর আগে ওই দেশটিতে পাড়ি জমিয়েছিলেন। প্রথমে ট্যাক্সিক্যাব চালাতেন তিনি; পরে একটি ইলেকট্রিক কোম্পানিতে চাকরি নেন। আকিয়াদের বাড়ি চট্টগ্রামে এবং গত সেপ্টেম্বরে তিনি সর্বশেষ দেশে ফিরেছিলেন বলে রয়টার্স জানিয়েছে।
বাংলাদেশের পুলিশ প্রধান এ কে এম শহীদুল হককে উদ্ধৃত করে রয়টার্স বলেছে, বাংলাদেশে আকিয়াদের কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার তথ্য নেই। ম্যানহাটনের এই হামলার নিন্দা জানিয়ে যুক্তরাষ্ট্রের বাংলাদেশ দূতাবাস হামলাকারীর বিচার চেয়ে বিবৃতি দিয়েছে।
সোমবার স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার দিকে অফিসযাত্রার সময় পোর্ট অথরিটি বাস টার্মিনালে বিস্ফোরণটি ঘটে। এতে সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আশপাশের সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরে নিউ ইয়র্ক পুলিশ কমিশনার জেমস ও নিল সংবাদ সম্মেলনে এসে জানান, বিস্ফোরণে আহত সন্দেহভাজন যুবক আকায়েদ উল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ কর্মকর্তাদের উদ্ধৃত করে নিউ ইয়র্ক পোস্ট জানায়, ওই যুবক ব্রুকলিনে থাকেন এবং তিনি বাংলাদেশ থেকে সাত বছর আগে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন। এই বিস্ফোরণে আকায়েদ ছাড়া আর চারজন আহত হন বলে নিউ ইয়র্ক ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে। তবে তাদের কারও অবস্থাই গুরুতর নয়।
হামলাকারী আইএস দ্বারা অনুপ্রাণিত বলে মনে করছেন নিউ ইয়র্ক পুলিশের সাবেক কমিশনার বিল ব্রাটন। তিনি বলেন, গত সাত বছর ধরে সে যুক্তরাষ্ট্রে বসবাস করছে এবং খুব সম্ভবত আইএসের নামে এ বিস্ফোরণে ঘটিয়েছে। তাই, অবশ্যই এটা সন্ত্রাসী হামলা এবং অবশ্যই পরিকল্পিত।
নিউ ইয়র্কের পুলিশ কমিশনার জেমস ও নিলও বলেন, এটি সন্ত্রাসী হামলার মতো ঘটনা। গ্রেপ্তার ব্যক্তির আইএসের সঙ্গে যোগাযোগ ছিল কি না- জানতে চাইলে তিনি এখনই এই বিষয়ে কিছু বলতে চাননি।
গ্রেপ্তার আকায়েদকে গুরুতর অবস্থায় বেল ভিউ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে। নিউ ইয়র্কের মেয়র বিল ডে ব্লাসিও বলেছেন, একটি সন্ত্রাসী হামলার চেষ্টা হয়েছিল। ভাগ্য ভাল যে সন্দেহভাজন ব্যক্তিটি সফল হতে পারেনি।
পোর্ট অথরিটি বাস টার্মিনাল যুক্তরাষ্ট্রের ব্যস্ততম টার্মিনাল; সকালে অফিসগামী মানুষের ভিড়ের মধ্যে এই বিস্ফোরণ ঘটে।
টার্মিনাল কর্তৃপক্ষের সিসি ক্যামেরায় ধারণ করা ভিডিওতে দেখা যায়, পাতাল রেল স্টেশন থেকে যখন মানুষ প্যাসেজ ধরে উঠে আসছিল, তখন বিস্ফোরণ ঘটে। ধোঁয়ার মধ্যে এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখা যায়। গণমাধ্যমে আসা আরেকটি ছবিতে দেখা যায়, মুখে দাড়িওয়ালা এক ব্যক্তি পড়ে আছেন, তার পেটে আড়াআড়ি লম্বা ক্ষতচিহ্ন। তার প্যান্ট মোটামুটি অক্ষত থাকলেও ক্ষতচিহ্নের উপরে শার্ট ও গেঞ্জি পুড়ে গেছে।
পুলিশ কর্মকর্তারা পরে জানান, পড়ে থাকা ওই ব্যক্তিই আকায়েদ, যাকে তারা গ্রেপ্তার করেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশ কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে নিউ ইয়র্ক পোস্ট জানায়, তার কোমরের দিকে পাঁচ ইঞ্চি ধাতব পাইপ এবং ব্যাটারি প্যাঁচানো থাকতে দেখা যায়। তার শরীরেও তার জড়ানো ছিল। ওই ব্যক্তি জ্যাকেটের নিচে শরীরের ডানদিকে বোমাটি বহন করছিল।
আকায়েদ যে ইলেক্ট্রিক কোম্পানিতে কাজ করেন, সেখানে বসেই এই ‘পাইপ বোমা’ বানান বলে পুলিশ কর্মকর্তাদের ধারণা।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী টেরিজা মে’র উপর হামলার ষড়যন্ত্রের অভিযোগে লন্ডনে এক বাংলাদেশি যুবক গ্রেপ্তার হওয়ার সপ্তাহ খানেকের মধ্যে নিউ ইয়র্কে আকায়েদ আটক হলেন।
স্থানীয় সাংস্কৃতিক কর্মী আকবর হায়দার কিরণ, হামলাকারীর ড্রাইভিং লাইসেন্সের ছবি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘এখন কর্তৃপক্ষ হামলাকারীর পরিচয় শনাক্তে চেষ্টা চালাচ্ছে, হামলাকারী সম্ভবত একজন ট্যাক্সি ড্রাইভার।’
নিউইয়র্কে বাংলাদেশি বংশোদ্ভূত প্রায় ১০ হাজার উবার ও ট্যাক্সিচালক আছেন। মিনহাজ আহমেদ লিখেছেন, ‘যদি আজ রাতে হয়? গাড়ি চালাতে লাইসেন্স, রেজিস্ট্রেশন, ও ইনস্যুরেন্সের কপি সঙ্গে রাখা বাধ্যতামূলক। ঘটনাক্রমে কাল রাতে আমার সাথে শুধু লাইসেন্সই ছিল। তখন ম্যানহাটনে একটা গাড়ির সঙ্গে ঘষাঘষি ঘটে গেল। পুলিশ যখন রেজিস্ট্রেশন ও ইনস্যুরেন্স দেখতে চাইল, আমি তখন আশঙ্কায় ছিলাম, পুলিশ না জানি কি করে! কিন্তু ঘটনাক্রমে তিনি আমার সঙ্গে খুবই বন্ধুসুলভ আন্তরিক আচরণ করলেন। ভাবছি, কি হবে। এমন ঘটনা যদি আজ রাতে ঘটে এবং তিনি জানতে পারেন আমি বাংলাদেশি? তিনি কি একই আচরণ করবেন? আমি আশাবাদী, তিনি করবেন না। ৯/১১-উত্তর পরিস্থিতি থেকে আমি সেই অভিজ্ঞতাই লাভ করেছি। আমি আরও ভাবছি, ওরাও কি আশা করছে যে, উদার আইন ও আইনপ্রয়োগকারী সংস্থাগুলোর চোখ ফাঁকি দিয়ে পেছন দিয়ে কাজ সেরে ফেলতে পারবে? সকল প্রকার সন্ত্রাসবাদের বিরুদ্ধে নিন্দা ও ঘৃণা জানাই।’
নিউইয়র্কের ফিল্ম একাডেমির সাবেক ছাত্র আলী পি রিহান লিখেছেন, ‘নিউইয়র্কে আজকে বাংলাদেশি হিসেবে পরিচয় দিতে গিয়ে লজ্জায় মারা যাচ্ছি।’
ট্রাম্প প্রশাসনের বিভিন্ন অভিবাসীবিদ্বেষী কর্মকাণ্ড নিয়ে প্রতিবাদকারী হিসেবে বেশ কিছু কর্মকাণ্ডে অংশ নিয়েছেন এবং প্রতিবাদ সংগঠিত করার কাজ করেন এমন একজন সোহেল মাহমুদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, “ব্রুকলিনের ইস্ট ফর্টি এইট স্ট্রিটের বাসিন্দা আকায়েদ উল্লাহ। পুলিশ আর তদন্ত সংস্থাগুলো ঘিরে রেখেছে তার বাসা। তল্লাশি চলছে। আকায়েদ নাম জীবনে প্রথম শুনলাম আমি। কিছুক্ষণ আগে ব্রুকলিনের একজন জানালেন, ছেলেটির বাড়ি নাকি সন্দ্বীপ। সন্দ্বীপ থেকে একজন জনপ্রতিনিধি জানালেন, ঢাকা থেকে পুলিশ সন্দ্বীপে খোঁজখবর নিতে শুরু করেছেন আকায়েদ নিয়ে। নামধাম এদিক-ওদিক করে যুক্তরাষ্ট্রে আসা বহু পুরোনো অভিবাসন-সংস্কৃতি। ‘আকায়েদ’ তেমন সংস্কৃতির সন্তান? হয়তো!”
ব্রঙ্কসের একজন অভিবাসন আইনজীবী ও হেইট ক্রাইম বিরোধী সংগঠক মোহাম্মদ এন মজুমদার লিখেছেন, ‘ধিক্কার জানাই তাদের, যাদের ঘৃণিত কর্মের দ্বারা দেশ ও জাতির বদনাম হয়।’ তিনি আরও লিখেছেন, ‘সন্ত্রাসের কোনো ধর্ম নেই, জাতীয়তা নেই। একমাত্র পরিচয় সে সন্ত্রাসী এবং এদের সর্বোচ্চ শাস্তিই প্রাপ্য।’
মহিতোষ তালুকদার নামের এক ব্যক্তি লিখেছেন, ‘হামলায় যাঁরা আহত হয়েছেন, তাঁদের জন্য আমার প্রার্থনা এবং সমবেদনা। সেই সাথে, এটা একটা বাজে সকাল আমার জন্য, আমাদের জন্য, বাংলাদেশিদের জন্য। একটা লজ্জার সকাল আমার জন্য, আমাদের জন্য, বাংলাদেশিদের জন্য। ধিক ধিক ধিক আকায়েদুল্লাহ। বিজয়ের মাসে তোর মুখে একদলা থু!’
এর বাইরে, অনেকেই এই বিষয়ে কথা বলছেন এবং প্রতিবেশীসহ পরস্পরের খোঁজ-খবর নিচ্ছেন। এই ঘটনার প্রতিবাদ করার জন্য নিউইয়র্কের আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত কয়েক শ বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ সদস্যের সংগঠন ‘বাংলাদেশ আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন (বাপা)’ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে।
খবর২৪ঘণ্টা.কম/জিম