খবর২৪ঘণ্টা.বিনোদন,ডেস্ক: অনুষ্কাকে দেখে বার বার শিউরে উঠছেন বিরাট কোহলি!
শুধু কি বিরাট? যিনিই দেখছেন অনুষ্কাকে, তাঁরই শিরদাঁড়া বেয়ে নামছে ঠাণ্ডা স্রোত। এমনকি যিনি স্ক্রিপ্টটি পড়েছেন, তিনিও নাকি একেবারেই ঘুমোতে পারেননি রাতে!
এই হোলির দিনেই আসছে ‘পরি’। স্বপ্নসুন্দরী সে নয়। ভয়ে আতঙ্কে সিঁটিয়ে থাকতে হবে তাঁকে দেখে। পরমব্রত চট্টোপাধ্যায়ের কাছেও এই ছবি এক চরম পরীক্ষা, কারণ এর আগে পরমব্রত যদিও ‘ভূতের ভবিষ্যৎ’ ছবিতে অভিনয় করেছেন, অভিনয় করেছেন ‘গ্যাং অফ ঘোস্টস’-এও, কিন্তু এমন ‘সিচুয়েশনাল’ হরর ফিল্মে অভিনয় করছেন তিনি প্রথমবার। বলিউডে অনুষ্কা শর্মার খুব ঘনিষ্ঠমহলের যাঁরা ছবিটি দেখেছেন, তাঁরা এখনই খুব উচ্ছ্বসিত পরমব্রতর পারফরম্যান্স দেখে। অনেকেই বলছেন, বলিউডের আরও মূল ধারার ছবিতে পরমব্রতকে নিয়মিতভাবে দেখা যেতে পারে।
অনুষ্কার কাছেও এ এক অগ্নিপরীক্ষা। বিয়ের পর ‘পরি’ তাঁর প্রথম রিলিজ। আর এই প্রথম রিলিজেই এবেলা.ইন তাঁর সঙ্গী ডিজিটাল পার্টনার হিসেবে।
২ ফেব্রুয়ারি মুক্তির আলো দেখছে ‘পরি’। ভারতসহ বিদেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি। অভিনয়ে আছেন পরমব্রত চট্টোপাধ্যায়, রজত কাপুর ও ঋতাভরী চক্রবর্তী।
খবর২৪ঘণ্টা.কম/রখ