1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
নাশকতার মামলায় দুর্গাপুরে আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১১:৪৪ পূর্বাহ্ন

নাশকতার মামলায় দুর্গাপুরে আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার

  • প্রকাশের সময় : বুধবার, ২ অক্টোবর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর দুর্গাপুরে হত্যাচেষ্টা ও নাশকতা মামলায় আওয়ামী লীগের ৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে দুর্গাপুর থানা পুলিশ।

মঙ্গলবার (১ অক্টোবর) রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের পৃথক সময়ে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাকৃতরা হলো- উপজেলার জয়নগর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান(২৮), ঝালুকা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি জহরুল হক(৩৫), কিসমতগণকৌড় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক আসলাম আলী(৩৭), শালঘড়িয়া এলাকার যুবলীগ কর্মী সুমন (৩৮) ও মাসুদ রানা (৩০)।

জানা গেছে, এর আগে গত ৩(সেপ্টেম্বর) হত্যাচেষ্টা ও নাশকতা চালানোর অভিযোগে থানায় মামলটি দায়ের করেন দুর্গাপুর উপজেলার চক জয়কৃষ্ণপুর গ্রামের শাহাদত হোসেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের আগের দিন অর্থাৎ গত ৪ আগস্ট রাজশাহীর দুর্গাপুর উপজেলা মেডিকেল মোড়ে আসামিরা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে প্রকাশ্যে দিবালোকে বোমার বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে। তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সহযোগিতাকারীদের হত্যার উদ্দেশ্যে ব্যাপক নাশকতা চালায়।

দুর্গাপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক বলেন, আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা থাকায় উপজেলার বিভিন্ন এলাকায় দুর্গাপুর থানা পুলিশ অভিযান চালিয়ে আওয়ামী লীগের ৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয় এবং বুধবার দুপুরে আটকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, এ মামলায় পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সাবেক প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ দারা ও সাবেক সংসদ সদস্য (এমপি) প্রফেসর ডা. মনসুর রহমানসহ ৭০ জনের নামে মামলা দায়ের করা হয়। তবে মামলার প্রধান দুই আসামিসহ প্রায় সবাই পলাতক। এ পর্যন্ত আওয়ামীলীগের বিভিন্ন নেতাকর্মীদের মধ্যে ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিএ..

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST