নাশকতার অভিযোগে দেশের ৯ জেলার ১৪ মামলায় বিএনপির সাড়ে ৬শথ নেতাকর্মীকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। পদযাত্রা কর্মসূচি পালনকালে পুলিশ এবং স্থানীয় আওয়ামী লীগ এ মামলাগুলো করেছিল।
রোববার (১৯ ফেব্রুয়ারি) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ জামিন আদেশ দেন।
আসামি পক্ষে আজ শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, কায়সার কামাল ও ফজলুর রহমান। সঙ্গে ছিলেন আইনজীবী কামাল হোসেন, রুকনুজ্জামান সুজা, শফিউল আলম মাহমুদ, আবিদুর রহমান প্রমুখ।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল শাহীন আহমেদ খান, সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, মো. শাহ নেওয়াজ ও আনিসুর রহমান।
ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল সংবাদমাধ্যমকে বলেন, তৃণমূল পর্যায়ে ১১ ফেব্রুয়ারি বিএনপি ইউনিয়ন পদযাত্রা কর্মসূচি পালন করে। সে সময় দেশের বিভিন্ন জেলায় নাশকতার অভিযোগে অসংখ্য মামলা হয়। মামলাগুলোর মধ্যে ১৪ মামলায় ৭২টি জামিন আবেদন ছিল। যেখানে আসামির সংখ্যা প্রায় সাড়ে ৬শথ। এর মধ্যে আমার কাছে ছিল সাড়ে ৫শথ মতো।
তাদের পক্ষে আমরা আগাম জামিন চেয়ে শুনানি করি। আদালত শুনানি শেষে ৬ সপ্তাহের আগাম জামিন দিয়েছেন।
বিএ/