নিউজ ডেস্ক: রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা নাশকতার দুই মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের ৩৫ নেতাকর্মী জামিন পেয়েছেন।
রবিবার সকালে ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ তাদের জামিন দেন।
আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) তাপস কুমার পাল জানান, সকালে মহানগর দায়রা জজ আদালতে মির্জা ফখরুলসহ ৩৫ নেতাকর্মী জামিনের আবেদন করেন। আদালত শুনানি শেষে ৫ এপ্রিল পর্যন্ত তাদের অন্তর্র্বতীকালীন জামিন মঞ্জুর করেন।
এর আগে এই দুই মামলায় বিএনপি নেতারা উচ্চ আদালত থেকে আগাম জামিনে ছিলেন।
জামিন পাওয়া নেতাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন বিএনপির স্থায়ী কমিটির
সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও মোয়াজ্জেম হোসেন আলাল।