পুঠিয়া(রাজশাহী) প্রতিনিধিঃ পুঠিয়ায় নাশকতার অভিযোগে চার বিএনপি কর্মীকে আটক করেছে পুঠিয়া থানা পুলিশ। আটক বিএনপি কর্মীরা হলো, পুঠিয়া উপজেলার বানেশ্বর বালিয়াঘাটি গ্রামের মাজেদ আলির ছেলে সাবু (৩৮), বানেশ্বর এরাকার মৃত আয়েন উদ্দিনের ছেলে হযরত সরকার (৫০), বানেশ্বর নামাজগ্রাম এলাকার মৃত আব্দুল হালিমের ছেলে ওহাব আলী (৪২) ও চারঘাট উপজেলার মৌগাছি গ্রামের মসলেম উদ্দিনের ছেলে শফিকুল ইসলাম (৩৫)।
জানাগেছে, মঙ্গলবার দুপুর একটার সময় উপজেলার বানেশ্বর হাটের ইজারাদারের অফিস কক্ষ থেকে থানা পুলিশ তাদেরকে আটক করে। এবিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ শাকিল উদ্দিন আহম্মেদ জানান, নাশততার মামলায় তাদেরকে আটক করা হয়েছে। আগামিকাল আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।