নিজস্ব প্রতিবেদক : নারী বিষয়ক সংস্কার কমিশন অবিলম্বে বাতিল করে কমিশনটির সদস্যদের বিচারের দাবিতে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ এপ্রিল) জুমার নামাজ শেষে নগরীর সাহেব বাজার এলাকায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
‘বাঁচাও ঈমান, বাঁচাও দেশ’ স্লোগানে সংগঠনটির জেলা ও মহানগর শাখা এই কর্মসূচির আয়োজন করে। প্রথমে জিরোপয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে সোনাদিঘীর মোড় ও কুমারপাড়া হয়ে ফের সাহেব বাজার জিরোপয়েন্ট এসে সমাবেশ করা হয়।
সমাবেশে হেফাজতের নেতারা বলেন, গত ১৯ এপ্রিল নারী বিষয়ক সংস্কার কমিশন প্রধান উপদেষ্টার কাছে অভিন্ন পারিবারিক আইনের মাধ্যমে সব ধর্মের নারীদের জন্য বিয়ে, তালাক, উত্তরাধিকার ও ভরণপোষণে সমান অধিকার নিশ্চিত করার জন্য অধ্যাদেশ জারির সুপারিশ করেছে। তারা এ সংক্রান্ত একটি প্রতিবেদন জমা দিয়েছে। আইন তৈরিতে এখনই উদ্যোগ নিতে সব সম্প্রদায়ের জন্য ঐচ্ছিকভাবে তা প্রয়োগ করতে বলা হয়েছে। পরবর্তীতে ধীরে ধীরে তা বাধ্যতামূলক করা হবে।
নারী সংস্কার কমিশনের তাদের সুপারিশগুলোতে রয়েছে:-
১. অভিন্ন পারিবারিক আইনের মাধ্যমে সব ধর্মের নারীদের জন্য বিয়ে, তালাক, উত্তরাধিকার ও ভরণপোষণে সমান অধিকার নিশ্চিত করা
২. অভিভাবক ও প্রতিপাল্য আইন, ১৮৯০ সংশোধন করে সন্তানের ওপর নারীর জন্য সমান অধিকার নিশ্চিত করা
৩. পরবর্তী সময়ে নির্বাচিত সরকারের জন্য বিভিন্ন ধর্মের পারিবারিক আইন সংশোধন করা এবং মুসলিম ও অন্যান্য ধর্মীয় উত্তরাধিকার আইন সংশোধন করে নারীদের সম্পত্তিতে ৫০-৫০ ভাগ নিশ্চিত করা
৪. বৈবাহিক সম্পর্কের মধ্যে জোরপূর্বক যৌন সম্পর্ককে ধর্ষণ হিসেবে ফৌজদারি আইনে অন্তর্ভুক্ত করা
৫. যে কোনো উপস্থাপনায় অহেতুক নারীর প্রসঙ্গ টেনে নারীবিদ্বেষী বয়ান, বক্তব্য ও ছবি পরিবেশন থেকে বিরত থাকা
৬. শ্রম আইন সংশোধন করে যৌনকর্মীদের মর্যাদা ও শ্রম অধিকার নিশ্চিত করা।
হেফাজতে ইসলামের নেতারা দাবি তোলেন:-
১. নারী বিষয়ক সংস্কার কমিশনের কুরআন বিরোধী প্রতিবেদন ও কমিশন বাতিল করতে হবে,
২. সংবিধানে বহুত্ববাদের পরিবর্তে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস পুনর্বহাল রাখা,
৩. ফ্যাসিবাদের আমলে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও সকল গণহত্যার বিচার করা এবং
৪. ফিলিস্তিনে ও ভারতে মুসলিম গণহত্যা ও নিপীড়ন বন্ধ করা।
হেফাজত নেতারা বলেন, নারী-পুরুষের জন্য সমান অধিকারের নামে কুরআন ও সুন্নাহ বিরোধী আইন তৈরির প্রস্তাবনা ও অপচেষ্টা বাংলাদেশে নতুন নয়। আগেও চেষ্টা হয়েছে এবং দেশের সচেতন ধর্মপ্রাণ সচেতন নাগরিকদের প্রতিবাদের মুখে তা ব্যর্থ হয়েছে। ফের নতুন করে সেই চেষ্টাই করা হচ্ছে। ইসলামে উত্তরাধিকারের বিধান সুনির্ধারিত। এতে কোনো রকম রদ-বদল করার অধিকার কারও নেই। তাদের এ সকল অহেতুক দাবি ও অপচেষ্টাকে রুখে দেওয়ার উদ্দেশ্যে হেফাজতে ইসলাম বাংলাদেশ এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ। অবিলম্বে কমিশনটি বাতিল করে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী সদস্যদের বিচার করতে হবে৷
সমাবেশে হেফাজতে ইসলামের রাজশাহী মহানগর শাখার সভাপতি মুফতি নুর মুহাম্মদ, সহ-সভাপতি জাকারিয়া হাবিব, জেলা কমিটির সহ-সভাপতি মাওলানা মুফতি আবু তাহের, সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ ইমরান উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মুফতি আতিকুর রহমান, মহানগরের সদস্য হাফেজ মাওলানা মো. ইসমাইল হোসেন মাহমুদিসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বিএ..