1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
নারী-পুরুষে সমতার জন্য প্রয়োজন সামাজিক সচেতনতা - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ১১ মে ২০২৫, ০৪:৩৩ পূর্বাহ্ন

নারী-পুরুষে সমতার জন্য প্রয়োজন সামাজিক সচেতনতা

  • প্রকাশের সময় : বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আইন করে নারী-পুরুষে সমতা আসবে এমনটা নয়। এর জন্য সামাজিক সচেতনতা প্রয়োজন।এ নিয়ে সবাইকে কাজ করতে হবে।

বুধবার (২২ ডিসেম্বর) রাজধানীর গুলশান-২ এলাকায় বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নারী নির্যাতন বন্ধে অনেক আইন করা হয়েছে জানিয়ে আইনমন্ত্রী বলেন, নারী-শিশু নির্যাতন দমন আইন, আইনগত সহায়তা প্রদান আইন, পারিবারিক সহিংসতা প্রতিরোধ ও সুরক্ষা আইন করা হয়েছে। এসব আইন করা হয়েছে নারীদের সুরক্ষার জন্য।

আইন থাকলেও সামাজিক সমতা না আনলে তা বাস্তবায়ন করা যাবে না বলেও জানান তিনি।

আনিসুল হক বলেন, বঙ্গবন্ধু নারীদেরকে তার যথাস্থানে বসানোর চেষ্টা করেছিলেন। তারই কন্যা শেখ হাসিনা নারীদের অধিকার নিয়ে কাজ করে যাচ্ছেন। ফলে নারীরা এগিয়ে যাচ্ছে।

অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাহিদ ইজাহার খান উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team