খবর২ ৪ঘণ্টা, ডেস্ক: সরকার নারীদের সামাজিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ রোববার সকালে গণভবনে জয়িতা ফাউন্ডেশনের বোর্ড অব গর্ভনেন্সের বিশেষ সভায় তিনি একথা জানান।
সভায় তৃণমূল পর্যায়ের নারীদের স্বাবলম্বী করতেই জয়িতা প্রতিষ্ঠা করা হয়েছে বলে জানান শেখ হাসিনা।
তিনি বলেন, ‘জয়িতাটা আমাদের করার উদ্দেশ্য ওই কারণে যে আমাদের একেবারে তৃণমূলের মেয়েদের তারা যদি তাদের কিছু কাজ করতে পারে এবং তারা যেন এটা দিয়ে কিছু ব্যবসা-বাণিজ্য করতে পারে।’
এর ফলে আস্তে আস্তে তাদের নিজেদের মধ্যে একটা আত্মবিশ্বাস গড়ে উঠবে বলেও মনে করেন প্রধানমন্ত্রী।
খবর ২৪ঘণ্টা/ জেএন