1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
নারায়ণগঞ্জে ৬ মাসে ৯০টি হত্যাকান্ডের ঘটনা - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ১৯ মে ২০২৫, ০১:৫৫ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে ৬ মাসে ৯০টি হত্যাকান্ডের ঘটনা

  • প্রকাশের সময় : সোমবার, ১৬ জুলাই, ২০১৮

খবর২৪ঘণ্টা ডেস্ক: নারায়ণগঞ্জ: গুম, হত্যা, আত্মহত্যা, দুর্ঘটনা সবমিলিয়ে লাশের নগরী আর গুমের শহর উপাধিতে দায়মান নারায়ণগঞ্জ। এর আগে সাত খুন, পাঁচ খুন ত্বকী হত্যাসহ নানা হত্যাকান্ডে দেশজুড়ে আলোচনায় আসে প্রাচ্যের ড্যান্ডি খ্যাত নারায়ণগঞ্জ। গত ছয় মাসে নারায়ণগঞ্জে হত্যাকান্ডের ঘটনা ছিল ৯০।

এর মধ্যে জানুয়ারি মাসে সিদ্ধিরগঞ্জের তৃতীয় শ্রেণীর ছাত্রী রোকসানা আক্তারকে (১০) ধর্ষণের পর হত্যা, ফেব্রুয়ারির শুরুতে ফতুল্লায় মোনালিসা হত্যা, মার্চে ফতুল্লার কোতালেরবাগ বউ বাজার এলাকায় রীমা হত্যা, এপ্রিলে আড়াইহাজারে মায়ের হাতে সন্তান হত্যা, জুন মাসে সিদ্ধিরগঞ্জের মা ও দুই মেয়ে হত্যাকান্ড ঘটনায় আবারো দেশজুড়ে আলোচনায় আসে নারায়ণগঞ্জ। এ মাসেও

আলোচনার কেন্দ্রবিন্দু থেকে বাদ যায়নি নারায়ণগঞ্জ। মঙ্গলবার নিখোঁজের ২১ দিন পর শহরের বন্ধুর বাড়ির সেপটিক ট্যাংক থেকে স্বর্ণ ব্যবসায়ী প্রবীর চন্দ্র ঘোষের খন্ডিত লাশ উদ্ধার করে পুলিশ। তারা সেপটিক ট্যাংক খুলে ভেতরে তলাশি চালিয়ে ৩ টি বস্তায় প্রবীর ঘোষের ৫ টুকরো খন্ডিত লাশ উদ্ধার করে। পরের বিকালে বিকালে একই বাসার বাড়ির ড্রেনে থাকা আবর্জনার মধ্যে থেকে প্রবীর ঘোষের গোড়ালির অংশ উদ্ধার করা হয়। এখানেই শেষ নয় মঙ্গলবার বন্দরে শীতলক্ষ্যা নদীর ১ নং খেয়াঘাট এলাকায় ট্রলার ডুবে

যাওয়ার ঘটনায় নিখোঁজ চারজনের লাশ উদ্ধার হয়। সোমবার আড়াইহাজারে দুর্গম চরাঞ্চল কালাপাহাড়িয়ায় মাছ ধরাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে উভয় পক্ষের একজন করে দুজন নিহত হয়। গতকাল রোববার ফতুল্লার বক্তাবলীর পূর্ব গোপালনগর এলাকায় আঁখি আক্তার (১৮) নামে এক গৃহবধূর আত্মহত্যা করে। একইদিন আড়াইহাজারের নোয়াপাড়া এলাকায় নিজ বাড়ির ছাদ থেকে পড়ে মুক্তিযোদ্ধা মোসলে উদ্দিন খোকা (৭৫) মৃত্যু হয়। শনিবার সিদ্ধিরগঞ্জের গোদনাইল রসূলবাগ এলাকায় মুন্নী আক্তার (২০) নামে এক তরুণী আত্মহত্যা করে। শুক্রবার সন্ধ্যায় শহরের মেডিস্টার জেনারেল হসপিটালের ডাক্তারের ভুল চিকিৎসায় গর্ভাবস্থায় ৬ মাস বয়সি নবজাতকের মৃত্যু হয়।

২ জুলাই সিদ্ধিরগঞ্জের সুমিলপাড়া এলাকায় যৌতুকের দাবিতে শারমিন আক্তার এর হত্যার অভিযোগ উঠে। গত জুন মাস ও ছিলো নানা চাঞ্চল্যকর ঘটনায় পরিবেষ্টিত। ঈদ আনন্দের মাঝেও ছিলো লাশের মিছিল। অনেক আনন্দ আর উদযাপনের মাঝেও ছিলো নারায়ণগঞ্জবাসীর মাঝে ছিল আতঙ্ক। গত ৯ জুন সিদ্ধিরগঞ্জের মা ও দুই শিশু মেয়ের হত্যাকা- নিয়ে দেশজুড়ে সৃষ্টি হয়েছিল আলোড়ন।

ঈদের দিনও নারায়ণগঞ্জ থেকে বাদ পড়েনি লাশ শব্দটির। ১৬ জুন ঈদের দিন আটি হাউজিংয়ের মাছের খামার থেকে মাহি নামে ১৫ মাস বয়সী এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ। ১৮ জুন আটি এলাকার একই খামারে ভাসতে থাকা একটি ব্যাগ থেকে হাত-পা বাঁধা অবস্থায় শিশু মাহিদার (৭) লাশ উদ্ধার করা হয়। এর আগে ১১ জুন বিকাল সিদ্ধিরগঞ্জের ভাঙ্গারপুল এলাকার ডিএনডি ইরিগেশন খালের পাশ থেকে ড্রামের মধ্যে আঞ্জুবী আক্তারের লাশ উদ্ধার করে পুলিশ।

পুলিশের তদন্তে অবশেষে জানা যায়,স্বামীর দ্বিতীয় সংসারের বিরোধের জের ধরে প্রথম স্ত্রী ও তার দুই মেয়েকে শ্বাসরোধে হত্যার পর তাদের হাত-পা বেঁধে লাশ বস্তায় ভরে পুকুরে আর মা আঞ্জুবী আক্তারকে ড্রামে ভরে ইরিগেশন খালে ফেলে দেয়া হয়েছিল। সবমিলিয়ে গত মাসে লাশের সন্ধান পাওয়া যায় ৩৪ জনের। এর মধ্যে হত্যা ৯, রহস্যজনক মৃত্যু ৩, আত্মহত্যা ৬ এবং নানা দুর্ঘটনায় মৃত্যু হয় ১৬ জনের। এর বাইরেও থাকতে পারে মৃতদের সংখ্যা। প্রতি মাসেই কোন না কোনো নতুন নতুন হত্যা, গুম, আত্মহত্যাসহ বিভিন্ন ঘটনার রেশ থেকেই যায় নারায়ণগঞ্জে।

খবর২৪ঘণ্টা.কম/জেএন

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team