খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: ময়মনসিংহের নান্দাইল উপজেলায় একটি ট্রাকের চাপায় অটোরিকশার চালকসহ তিনজন নিহত হয়েছেন।
নিহতরা হলেন-উপজেলার সিংরইল ইউনিয়নের অটোরিকশাচালক হানিফ মিয়া (২২), যাত্রী কেন্দুয়া উপজেলার নয়ন মিয়া ও আরিফ মিয়া (২৫)।
সোমবার (৬ জুলাই) দুপুরে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর আহমেদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, রোববার (৫ জুলাই) রাতে হানিফ মিয়া অটোরিকশায় যাত্রী নিয়ে কিশোরগঞ্জ থেকে নান্দাইল আসছিলেন। পথে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল চকমতি এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক হানিফ মিয়া ও যাত্রী আরিফ মিয়ার মৃত্যু হয়। এ সময় আহত হন অটোরিকশার আরেক যাত্রী নয়ন মিয়া। তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।
খবর২৪ঘন্টা /এএইচআর