বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি: নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে আওয়ামীলীগ প্রার্থী শহিদুল ইসলাম বকুল নৌকা ও জাপা প্রার্থী আবু তালহা লাঙলের ব্যপক প্রচারণা করছেন। তবে প্রতীক পাওয়ার কয়েকদিন পার হলেও জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী মনজুরুল ইসলাম বিমলের সাথে বনিবনা হয়নি স্থানীয় বিএনপির। আর সে কারনেই বিএনপির ঘাটি হিসেবে পরিচিত এ আসনে নতুন কিছু ঘটার আভাস দেখছে সুধিজনরা।
বিএনপির উপদেষ্টা ও সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটল বেশ কয়েকবার এ আসন থেকে বিএনপিকে জয়ী করেন। তিনিই প্রথম নাটোর জেলা থেকে মন্ত্রী হন। তবে আওয়ামীলীগ এখান থেকে বার বার পরাজিত হওয়ায় ২০০৮ সালে জোটকে এ আসন ছেড়ে দিলে জাতীয় পার্টি তৎকালীন বিএনপির হেভিওয়েট নেতা ও প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলকে বিপুল ভোটে পরাজিত করে আসন গেড়ে বসে। পরবর্তীতে ২০১৪সালে বিএনপি নির্বাচন না করলে বিনাভোটে আওয়ামীলীগ থেকে এমপি হন এ্যাড. আবুল কালাম আজাদ। বর্তমানে এখানে আওয়ামীলীগের ব্যপক সাড়া পড়েছে। জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বকুলকে নৌকা প্রতীক দেওয়া হয়েছে।
তিনি দিন রাত গনসংযোগ করছেন। অপরদিকে জাতীয় পার্টি এককভাবে মনোয়ন দিয়েছেন সাবেক এমপি আবু তালহাকে। তিনিও ব্যপক প্রচার প্রচারণা করছেন।দিন রাতএক করে গনসংযোগ করে যাচ্ছেন। কিন্তু ঐক্যফ্রন্ট প্রার্থী মনজুরুল ইসলাম বিমল গনসংযোগ করলেও মাঠে নেই বিএনপি ও অঙ্গসংঠন। তার নিজ এলাকা গোপালপুর পৌর শহরে পোস্টার লাগানো ও গনসংযোগ করতে দেখা গেছে। কিন্তু বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে ও বাগাতিপাড়া উপজেলায় তার প্রচারণা নেই বললেই চলে। বিএনপির অসহযোগীতার কারনে ও কর্মী না থাকার কারনেই এমন ঘটনা ঘটছে বলে একাধিক বিএনপি সমর্থকরা বলেন।
এদিকে অসহযোগীতার কথা স্বীকার করে বিএনপি নেতা অভিযোগ করে বলেন, এ আসন বিএনপির ঘাটি। কিন্ত যে আসনে আওয়ামীলীগ কখনোই নৌকা প্রতীক নিয়ে জয় লাভ করতে পারেনি।
সে আসনে বিএনপির প্রার্থী মনোয়ন না দিয়ে প্রার্থী দেওয়া হয়েছে বিএনপি থেকে বহিষ্কার করা নেতাকে। বাংলাদেশের ইতিহাসে এটাই মনে হয় বিরল ঘটনা দল থেকে বহিষ্কার করা নেতাকে মনোয়ন দেওয়া হয়। যে বিএনপি থেকে বার বার নির্বাচিত জনপ্রিয় নেতা ফজলুর রহমান পটলের স্ত্রী প্রার্থী যেখানে বিএনপির কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক ও সাবেক ছাত্র নেতা তাইফুল ইসলাম টিপুর মতো মনোয়ন প্রত্যাসী থাকে সেখানে কি করে বহিষ্কৃত নেতাকে মনোয়ন দেওয়া হয়।
বিএনপির সাথে ঐক্য নাথাকার কথা স্বীকার করে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী মনজুরুল ইসলাম বিমল মুঠোফোনে বলেন, তিনি এমনিতেই দেরিতে নির্বাচনি প্রচারনায় এসেছেন। দুই-তিন দিনের মধ্যে বিএনপির নেতা কমীরা তার পক্ষে এক যোগে নির্বাচনি প্রচারনায় মাঠে কাজ করবে।
এব্যাপারে জাতীয়তাবাদি ছাত্র দল কেন্দ্রীয় সাংসদের সহ-সভাপতি তারিকুল ইসলাম টিটু বলেন, নাটোর- ১ আসনে বিএনপিকে নাদিয়ে ঐক্যফ্রন্টের প্রার্থীকে মনোনয়ন দিয়ে দল ভুল সিদ্ধান্ত নিয়েছে। তিনি আরও বলেন আসনটির বাগাতিপাড়া উপজেলা থেকে আ’লীগের পার্থী দেয়া হয়েছে, সেই উপজেলার বিএনপির পার্থী হিসেবে দল থেকে তাকে মনোনিত করলে ভোট যুদ্ধে বিজয় ছিনিয়ে আনা সহজ হতো। তবুও কেন্দ্রের হাই কমান্ডের অপেক্ষায় আছেন। নির্দেশনা পেলেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার সার্থে ধানের শিষ প্রতিকের পক্ষেই মাঠে নামতে প্রস্তুত আছেন তারা।
খবর ২৪ঘণ্টা/ নই