বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসন থেকে এবার ধানের শীষের জন্যে মনোনয়ন যুদ্ধে নেমেছেন মা ও ছেলে।
মঙ্গলবার (১৩ নভেম্বর) নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয় থেকে মা ও ছেলে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেন। ৫ম থেকে ৭ম সংসদ পর্যন্ত টানা তিনবার সংসদ নির্বাচনে বিজয়ী বিএনপির চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মরহুম ফজলুর রহমান পটলের সহধর্মিণী ও লালপুর থানা বিএনপির সদস্য অধ্যক্ষ কামরুন্নাহার শিরিন মনোনয়নপত্র সংগ্রহ করেন।
মনোনয়ন প্রক্রিয়ায় মায়ের প্রতিদ্বন্দ্বী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেন কামরুন্নাহার শিরিনের ছেলে ডাঃ ইয়াসির আরশাদ রাজন। বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু এতথ্য নিশ্চিত করেছেন। তারা প্রত্যেকেই বিএনপির মনোনয়ন প্রত্যাশী এবং ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে আগ্রহী। মনোনয়নপত্র সংগ্রহের পর তারা আশা প্রকাশ করেন, মনোনয়ন পেলে তারা জয়লাভ করবেন।
একই আসনে বিএনপি দলে মা-ছেলের মনোনয়ন সংগ্রহ নিয়ে এলাকায় জোর আলোচনা-সমালোচনা চলছে।
খবর২৪ঘণ্টা, /জেএন
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।