লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে বিএনপির মনোনয়ন নিয়ে নানা নাটকিয়তার পরে অবশেষে বিনপি’র চুড়ান্ত মনোনয়ন প্রাপ্ত কামরুন্নাহার শিরিনকে হরিয়ে ধানের শিষ প্রতিক ছিনিয়ে নিল জাতীয় ঐক্য ফ্রন্টের (কৃষক শ্রমিক জনতা লীগ) ব্যানারে সাবেক বিএপি নেতা ও গোপালপুর পৌরসভার তিন বারের মেয়র মুনজুরুল ইসলাম বিমল।
রবিবার বিএনপি’র মহাসচিব মির্জ ফকরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত তার নামে প্রতিক বরাদ্দের চিঠি নির্বাচন কমিশনে পাঠানো হয়। এর আগে গত শুক্রবার প্রয়াত সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের সহধর্মীণি অধ্যক্ষ(অব.) কামরুন্নাহার শিরিনকে বিএনপি’র একক প্রার্থী হিসেবে চুড়ান্ত মনোনয়ন দেয়া হয়। এতে নেতা কর্মীরা আনন্দ মিছিলসহ মিষ্টি বিতরণ করে।
খবর২৪ঘণ্টা, জেএন