নাটোর প্রতিনিধিঃ নাটোরের সিংড়া উপজেলার বিলদহর বাজারের কাপড় ব্যবসায়ী আজগর আলী (৫৫) কে ধারালো অস্ত্র দিয়ে মারাত্মক জখম করেছে বিলদহরের কতিপয় সন্ত্রাসীরা।
স্থানীয়রা জানায়, শুক্রবার দুপুর ১২ টার দিকে আজগর আলীর নিজ ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদা দাবি করে সন্ত্রাসীরা। চাঁদা না দেয়ায় এক পর্যায় দোকান ভাংচুর এবং তার মাথায় গুরুত্বর জখমসহ টাকা ছিনিয়ে নেয়। পরে স্থানীয় জনগন তাকে উদ্ধার করে সিংড়া হাসপাতালে ভর্তি করে।
জানা যায়, বাজারে দোকান পুনর্বাসন করার নামে সন্ত্রাসীরা বিভিন্ন জনের কাছ থেকে চাঁদা আদায় করে আসছে। এ নিয়ে এলাকায় ক্ষোভ বিরাজ করছে।
খবর২৪ঘণ্টা.কম/নজ