নাটোর প্রতিনিধিঃ নাটোরের সিংড়ায় ডাকাতির চেষ্টায় সময় ৫ ডাকাতকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। গতকাল নাটোর-বগুড়া মহাসড়কে বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় একটি কালো রঙের হাইয়েস ও নীল রঙের (ঢাকা-মেট্রো-ট ১৬-১৬২৫) একটি চোরাই সিএনজি উদ্ধার করা হয়।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন,গতকাল সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় একটি সিএনজি অটোরিক্সাকে দাঁড়ানোর জন্য সংকেত দেয় কর্মরত চেইন মাস্টার ওহেদ আলী। কিন্তু দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার সময় পৌর সভার টোল এলাকায় সিএনজিটিকে আটক করে জনতা। পরে স্থানীয় জনতা পাবনা সদরের হোন্ডা মেকানিক তুষার আহম্মেদ, পাবনা জেলার বেড়ার আরিফুল ইসলাম মিঠু, ঢাকার নবীনগরের বাবু ও হাইয়েস গাড়ির ড্রাইভার আহম্মেদ শাহরীরা কনক এবং তার সঙ্গী সবুর উদ্দিনকে আটক করে পুলিশে সোপর্দ করে। আটককৃতদের নামে চুরি ছিনতাই মামলা দায়ের হবে।
খবর২৪ঘণ্টা.কম/নজ