নাটোর প্রতিনিধি: ডেঙ্গু সেল খোলার পর আজ থেকে নাটোর সদর হাসপাতালে শুরু হয়েছে ডেঙ্গু রোগী সনাক্তকরণের কাজ। এ পর্যন্ত ১৪ জন ডেঙ্গু রোগী নাটোরে সনাক্ত করা হয়েছে। তার মধ্যে আজই নাটোর সদর হামপাতালে ৩ জন ডেঙ্গু রোগীকে সনাক্ত করা হয়েছে।
সকাল থেকেই সদর হাসপাতালে ডেঙ্গু সেলের সামনে ভীড় করতে থাকে আতঙ্কিত মানুষ। এদের রক্ত পরীক্ষা করে ৩ জন নারী ও পুরুষের শরীরে ডেঙ্গু রোগী সনাক্ত করা হয়। এছাড়া ডেঙ্গু আক্রান্ত এক নারীকে ভর্তি করা হয়েছে নাটোর সদর হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে।
এদিকে নাটোরের বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক গুলোতে এখন পর্যন্ত আক্রান্ত ১১ রোগী সনাক্ত করা হয়। আক্রান্ত সকল রোগীই ঢাকা থেকে এসেছেন বলে জানান নাটোর সদর হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক ডাঃ রবিউল আওয়াল
খবর ২৪ঘণ্টা/ নই