নাটোর প্রতিনিধি: নাটোর শহরের উত্তর পটুয়া পাড়া এলাকায় ডাস্টবিন থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১ টার দিকে স্থানীয়রা ময়লা ফেলতে গিয়ে নবজাতকটির লাশ দেখতে পায়। পুলিশ সদর থানার অফিসার ইনচার্জ কাজী জালাল উদ্দিন আহমেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পৌরসভার ২ নং ওয়ার্ড কাউন্সিলর ফরহাদ হোসেন ও স্থানীয়রা জানান, সকালে নাটোর উত্তর পটুয়াপাড়া এলাকার কুড়মির মাঠের পাশ্বে ডাস্টবিনে ময়লা ফেলতে যায় স্থানীয়রা। এসময় ডাস্টবিন থেকে কুকুরে এক নবজাতকের মরদেহ বের করা অবস্থায় দেখতে পায় তারা। পরে এলাকাবাসি পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরাদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে মর্গে পাঠায়।
খবর ২৪ঘণ্টা/ জেএন