নাটোর প্রতিনিধি: নাটোর শহরের বড়গাছা এলাকায় র্যাবের অভিযানে হাবিবুর রহমান (৩৫) নামে অন্ত্র ব্যবসায়ীকে ১টি বিদেশী পিস্তল সহ আটক করা হয়েছে।
নাটোর র্যাব-৫(সিপিসি-২) এর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি অপারেশন দল কোম্পানী কমান্ডার, এএসপি মোঃ রাজিবুল আহসান এর নেতৃত্বে শুক্রবার রাতে সদর থানার পশ্চিম বড়গাছা এলাকায় অভিযান পরিচালনা করে ১টি বিদেশী পিস্তল ,১টি ম্যাগজিন ,১ রাউন্ড গুলি ,১টি মোবাইল ফোন, ২টি সিম কাড সহ রাজশাহী জেলার পুঠিয়া থানার মৃত ইসমাইল শেখ গেন্দা ছেলে মোঃ হাবিবুর রহমান (৩৫) হাতেনাতে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত ব্যক্তি জব্দকৃত পিস্তল বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখিয়াছিল বলে স্বীকার করে। উপরোক্ত ঘটনার ব্যাপারে নাটোর জেলার সদর থানায় মামলা রুজু করা রয়েছে।
জেএন