লালপুর প্রতিনিধি:শুক্রবার (৩০ মার্চ) নাটোরের লালপুরে যথাযোগ্য মর্যদায় ‘ময়না যুদ্ধ’ দিবস পালিত হয়েছে। লালপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ময়না জনযুদ্ধ দিবস উপলক্ষে শহীদদের স্মরণে আলোচনা সভা, শ্রদ্ধা নিবেদন ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। ১৯৭১ সালের এই দিনে পাকিস্থানী হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সম্মুখ যুদ্ধে স্থানীয় মুক্তি পাগল জনতা, ইপিআর, আনসার ও তীরন্দাজসহ ৪০জন বাঙ্গালি শহীদ হন। তাবে এ যুদ্ধে মুক্তিকামী জনতার হাতে পাকিস্থানের ২৫ নং পাঞ্জাব রেজিমেন্টের প্রধানসহ ধ্বংস হয়।
ময়না শহীদ স্মৃতি চত্বরে লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন, নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য এ্যাড. আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন, লালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান ইসাহাক আলী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক শফিকুল ইসলাম স্বপন, সাইফুল ইসলাম,শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক আমজাদ হোসেন সদস্য ফিরোজ আল হক ভূইয়া, জেলা আওয়ামীলীগের সদস্য অধ্যাপক বাবুল আক্তার, ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান, আবু আল বেলাল, সেলিম মাষ্টার, আব্দুস সাত্তার, প্রমূখ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক খালিদ হোসেন সরল, ছাত্রলীগের সভাপতি সরোয়ার জাহান মানিক প্রমূখ।
খবর২৪ঘণ্টা.কম/নজ