নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুরে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে আজ শনিবার বাংলা নতুন বছর ১৪২৫ এর ১ লা বৈশাখ উদযাপিত হয়েছে।
লালপুর উপজেলা প্রশাসন, বিভিন্ন সেবামূলক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান সমূহে দিবসটি উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত বর্নাঢ্য শোভাযাত্রাটি উপজেলা চত্তর থেকে শুরু হয়ে গোপালপুর বাজার, রেলগেট সহ গুরুত্বপূর্ণ সড়ক সমূহ প্রদক্ষিন করে।
উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য এ্যাড. আবুল কালাম আজাদ এমপি। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু, সহকারী কমিশনার (ভূমি) মুহাঃ আবু তাহির, লালপুর থানা ওসি আবু ওবায়েদ, লালপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারন সম্পাদক ইসাহাক আলী প্রমুখ।
শোভাযাত্রা শেষে উপজেলা চত্বরে উপজেলা শিল্পকলা একাডেমীর পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
খবর২৪ঘণ্টা.কম/নজ