নাটোর প্রতিনিধি: নাটোর লালপুরে জুনিয়র বৃত্তিতে এ বছর মেধাক্রমে লালপুর শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয় ট্যালেন্টপুল ১০ ও সাধারনে ১১, নর্থ বেঙ্গল সুগার মিল্স উচ্চ বিদ্যালয় ট্যালেন্টপুল ১২ ও সাধারনে ১৫ এবং লালপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ট্যালেন্টপুল ১২ ও সাধারনে ৭টি বৃত্তি পেয়ে উপজেলার শীর্ষে রয়েছে। এবারের ফলাফলে সাধারণে মেয়েরা ভাল করলেও ট্যালেন্টপুলে পিছিয়ে আছে। উপজেলায় এ বছর সাধারন গ্রেডে বৃত্তি পেয়েছে ৬৯ জন। এর মধ্যে মেয়ে রয়েছে ৩৫ জন। অন্যদিকে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ৪৮ জন। এর মধ্যে রয়েছে ৭ জন।
অন্যদিকে বিলমাড়ীয়া বালিকা উচ্চ বিদ্যালয় ট্যালেন্টপুল ১ ও সাধারনে ৮টি বৃত্তি পেয়ে আশাপ্রদ ফলাফল লাভ করেছে। এছাড়াও করিমপুর উচ্চ বিদ্যালয় ট্যালেন্টপুল ২ ও সাধারনে ২, ওয়ালিয়া উচ্চ বিদ্যালয় ও রুইগাড়ী উচ্চ বিদ্যালয় ট্যালেন্টপুল ২ ও সাধারনে ১, মঞ্জিলপুকুর উচ্চ বিদ্যালয় ও কদিমচিলান উচ্চ বিদ্যালয় ট্যালেন্টপুল ২, আব্দুলপুর মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয় ট্যালেন্টপুল ১ ও সাধারনে ৩, কচুয়া উচ্চ বিদ্যালয় ও নাওদাড়া জুনিয়র বিদ্যালয় ট্যালেন্টপুল ১ ও সাধারনে ১, মনিহারপুর রামকৃষ্ণপুর উচ্চ বিদ্যালয় সাধারণে ৪, কলসনগর ও মাঝগ্রাম উচ্চ বিদ্যালয় সাধারণে ৩, মোহরকয়া উচ্চ বিদ্যালয় ও চাঁদপুর উচ্চ বিদ্যালয় সাধারণে ২, ধুপইল উচ্চ বিদ্যালয়, বেলায়েত খান উচ্চ বিদ্যালয়, গোপালপুর উচ্চ বিদ্যালয় এবং লক্ষণবাড়ীয়া চৌমুহনী উচ্চ বিদ্যালয় সাধারনে ১ জন করে বৃত্তি লাভ করেছে।
খবর২৪ঘণ্টা.কম/রখ