লালপুর প্রতিনিধিঃ লালপুর উপজেলার চারটি স্বতন্ত্র কারিগরি কলেজের যৌথ আয়োজনে শনিবার (৩১ মার্চ) উপজেলার এইচএসসি (বিএম) পরীক্ষার্থীদের বিদায়-২০১৮ ও ২০২০ সাল নাগাদ কারিগরি শিক্ষায় ২০%এনরোলমেন্ট অর্জনে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গোপালপুর পৌর টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ চত্বরে লালপুর উপজেলা নির্বাহী অফিসার ও লালপুর উপজেলা কারিগরি কলেজ সমূহের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য এ্যাড. আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি বক্তব্য রাখেন, লালপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু ওবায়েদ। স্বাগত বক্তব্য রাখেন গোপালপুর পৌর টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ আকরাম হোসেন। এছাড়াও বক্তব্য রাখেন মঞ্জিল পুকুর কৃষি কারিগরি ও বানিজ্যিক মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সাইফুল ইসলাম, মাজার শরীফ টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট উইমেন্স কলেজের অধ্যক্ষ ইমাম হাসান মুক্তি। উপস্থিত ছিলেন চকনাজিরপুর ভোকেশনাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট ইন্সটিটিউটের অধ্যক্ষ মিজানুর রহমান।
বিদায়ীদের উদ্যেশে বক্তব্য রাখেন গোপালপুর পৌর টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের ১ম বর্ষের ছাত্রী জিমি, বিদায়ীদের পক্ষে বক্তব্য রাখেন মাজার শরীফ টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট উইমেন্স কলেজের বিদায়ী ছাত্রী তিশা খাতুন। সঞ্চালনায় ছিলেন মঞ্জিল পুকুর কৃষি কারিগরি ও বানিজ্যিক মহাবিদ্যালয়ের প্রভাষক শাহজাহান আলী ও গোপালপুর পৌর টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের প্রভাষক আলেয়া খাতুন।
এছাড়াও লালপুর উপজেলা কারিগরি কলেজ সমূহের শিক্ষক কর্মচারী, ১ম বর্ষ ও বিদায়ী শিক্ষার্থী, সাংবাদিকসহ গণ্যমান্য ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন।
কেন্দ্র সচিব অধ্যক্ষ সাইফুল ইসলাম জানান, এবছর লালপুর উপজেলায় ৯ টি কারিগরি কলেজে ১ম ও ২য় বর্ষে মোট নিয়মিত পরীক্ষার্থী ৯শ জন।
খবর২৪ঘণ্টা.কম/নজ