নাটোর প্রতিনিধিঃ নাটোরের বড়াইগ্রাম উপজেলার মাঝগাও ইউনিয়নের আগ্রান গ্রামের হাফিজুর ইসলামের বসতবাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সোমবার রাত সাড়ে ৯টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। হাফিজুল একই গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে।
ফায়ার সার্ভিস ও হাফিজুর ইসলাম জানান, ইলেকট্রিক সর্টশার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তে তা ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্ট করে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রনে নিভিয়ে ফেলে। অগ্নিকান্ডে ২টি ঘর পুড়ে যায়। এবং ঘরের মধ্যে থাকা নগদ দেড়লক্ষ টাকা,টিভি ফ্রিজ সহ অন্যান্য মূল্যবান আসবাপত্র পুড়ে যায়। এতে প্রায় ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি তাদের।
খবর২৪ঘণ্টা.কম/নজ