বড়াইগ্রাম প্রতিনিধিঃ নাটোরের বড়াইগ্রামের তিরাইল গ্রামে নিখোঁজের ৩ দিন পর ডোবা থেকে সিয়াম (৪) নামে এক শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে বাড়ির পাশের ডোবা থেকে তার লাশটি উদ্ধার করে পুলিশ। সিয়াম নাটোর সদর উপজেলার দত্তপাড়া এলাকার মিন্টু শেখের ছেলে । সে তিরাইল গ্রামের তার নানা আক্কাস আলীর বাড়িতে থাকত।
পুলিশ ও এলাকাবাসী জানায়, সিয়াম গর্ভে থাকাকালীণ তার মা সীমা খাতুনের সাথে বাবার তালাক হয়। পরে তিরাইল পূর্বপাড়া তার নানার বাড়িতে আশ্রয় নেয় মা। সেখানেই শিশুটি বড় হচ্ছিলো। গত সোমবার বিকেল ৩ টার দিকে হঠাৎ করে সে নিখোঁজ হয়। পরে অনেক খোজাখুজির পরও তার কোন সন্ধান না পেয়ে বড়াইগ্রাম থানায় একটি সাধারন ডায়েরী করা হয়। পরে আজ বৃহস্পতিবার দুপুরে বাড়ির পাশে ডোবায় তার লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে।
খবর২৪ঘণ্টা.কম/নজ