বড়াইগ্রাম প্রতিনিধিঃ নাটোরের বড়াইগ্রামে নিখোঁজের তিনদিন পর বিলের মাঠ থেকে শান্ত শেখ (৩০) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত শান্ত শেখ উপজেলার গোপালপুর ইউনিয়নের গড়মাটি পশ্চিমপাড়া গ্রামের মামুদ আলী জামালের ছেলে। শনিবার দুপুরে সিঙ্গালাল বিল থেকে লাশটি উদ্ধার করেছে পুলিশ।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহরিয়ার খাঁন জানান, গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে বাড়ি থেকে দোকানে যাওয়ার কথা বলে বের হয়। পরে রাতে আর বাড়িতে ফিরে নি সে। পরে আজ শনিবার দুপুরে সিঙ্গালাল বিলে তামাকের ক্ষেত থেকে একটি গলাকাটা লাশ পরে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।
খবর২৪ঘণ্টা.কম/নজ