নাটোর প্রতিনিধিঃ নাটোরের বড়াইগ্রামের চান্দাই ইউনিয়নের গাড়ফা এলাকার একটি ব্রীজের দুপাশে মাটি না থাকায় দীর্ঘ ২ বছর সড়কটিতে কেউ চলাচল করতে পারেননি। মঙ্গলবার (১৫ মে) ওই ব্রীজের দুপাশে মাটি দিয়ে ভরাট সহ গ্রামীণ সংযোগ সড়কের এইচবিবি (হেরিং বন বন্ড) করণের কাজ উদ্বোধন করা হয়েছে। উপজেলা পরিষদ চেয়ারম্যান ও নাটোর জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য-জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী আনুষ্ঠানিকভাবে এ কাজের উদ্বোধন করেন।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।