বড়াইগ্রাম প্রতিনিধি: নাগরিক জীবনের নানা সমস্যা ও সমাধানের জন্য নাটোরের বড়াইগ্রামে গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে এই গণশুনানী অনুষ্ঠিত হয়। গণশুনানীতে এলাকার সর্বস্তরের সাধারণ মানুষ, জনপ্রতিনিধিরা অংশ গ্রহন করেন। গণশুনানিতে ভূমি ব্যবস্থাপনায় অনিয়ম, ঘুষ, রাস্তা ঘাট নির্মাণে অনিয়ম, দুর্নীতি এবং এলাকার সার্বিক উন্নয়ন নিয়ে গণশুনানী অংশগ্রহন কারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর ও সমাধান দেন নাটোরের জেলা প্রশাসক শাহিনা খাতুন।
এসময় অতিরিক্তি জেলা প্রশাসক রাজস্ব মনিরুজ্জামান ভূইয়া, বড়াইগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান পাটোয়ারী, উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার পারভেজ, সহকারী কমিশনার ভূমি অভিজিত বসাক উপস্থিত ছিলেন।
খবর২৪ঘণ্টা.কম/নজ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।