নাটোর প্রতিনিধি: নাটোরে আদালতে মামলা থাকা সত্বেও নাটোর পৌরসভা কর্তৃক শহরের পটুয়াপাড়া এলাকার সিরাজুল ইসলাম ছোটনের বাড়ি ভাংচুর করে প্রতিপক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। আজ দুপুরে নাটোর ইউনাইটেড প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সিরাজুল ইসরাম ছোটন লিখিত বক্তব্যে বলেন প্রায় ৩০ বছর
পূর্বে সুকুমার মন্ডল নামে এক ব্যক্তির কাছ থেকে তিনি ৬ শতাংশ এবং তার ভায়রা সামসুল হুদা ১৯ শতাংশ জমি জমি কিনে বাড়ি বানিয়ে বসবাস করছিলেন। পরবর্তীতে সামসুল হুদা তার অংশের জমি অচিন্ত কুমার চক্রবর্তী ও বিউটি ভৌমিক ক্রয় করেন। গত ১০/০৭ /১৯ ইং তারিখে নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী স্বাক্ষরিত চিঠিতে সিরাজুল ইসলাম ছোটন ২ফিট ৫ইঞ্চি করে জমি সীমানা প্রাচীর দিয়ে দখল এবং নিজ উদ্যোগে তা ভেঙ্গে ফেলার নির্দেশ দেন।
এ বিষয়ে প্রতিকার চেয়ে সিরাজুল ইসলাম ছোটন আদালতে একটি মামলা দায়ের করেন। এরপর গত ২৪ শে আগস্ট মেয়রের নেতৃত্বে আওয়ামীলীগ নেতা অপূর্ব চক্রবর্তীর উপস্থিতিতে অচিন্ত চক্রবর্তী ও বিউটি ভৌমিকের লোকজন সিরাজুল ইসলাম ছোটনের বাড়ির পানির লাইন, সুয়ারেজ রাইন ও বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করে দিয়ে সীমানা প্রাচীর ভেঙ্গে জায়গা দখল করে নতুন করে সিমানা প্রাচীর নির্মাণ করে। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েও তিনি প্রতিকার পাননি।
এ বিষয়ে নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী বলেন, পৌরসভার পক্ষ থেকে সিরাজুল ইসলাম ছোনের আমিনের উপস্থিতিতে জায়গা মাপ করে ২শতাংশ জমি সিরাজুল ইসলাম দখল করে রেখেছেন প্রমাণিত হয়। এ বিষয়ে দুইবার নোটিশ দিয়ে জায়গা ছেড়ে দিতে বলা হয়। কিন্তু তিনি না করলে গতকাল বাদী পক্ষের জমি বুঝিয়ে দেয়া হয়েছে।