নাটোর প্রতিনিধিঃ প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে দুই বখাটের উত্যক্তের প্রতিবাদ করায় নাটোরের নলডাঙ্গা উপজেলায় নবম শ্রেণির এক স্কুল ছাত্রীকে গলাটিপে ধরে চড়থাপ্পর মেরে অজ্ঞান করলেন। অজ্ঞান অবস্থায় ঐ স্কুল ছাত্রীকে এলাকাবাসী উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় উপজেলার নলডাঙ্গা গোরস্থান মোড়ে এ ঘটনা ঘটে। এসময় স্থানীয়রা দুই বখাটেদের ধাওয়া করলে রমজান কে আটক করলেও রকিব পালিয়ে যায়। গ্রামবাসী আটক রমজান আলী (২০) কে পরে থানা পুলিশে সোপর্দ করেন। আটক রমজান আলী নলডাঙ্গা গ্রামের আবেস আলীর ছেলে। পলাতক রকিব আলী (২২) নলডাঙ্গা বাজারের ইমরান আলীর ওর্য়াকসপ দোকানের মিস্ত্রির কাজ করেন। তার বাড়ি নওগাঁ জেলায়।
নলডাঙ্গা থানা পুলিশ, এলাকাবাসী ও স্কুল ছাত্রীর পরিবার সূত্রে জানা যায়, নলডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির উপজেলার শেখপাড়া গ্রামের দুই ছাত্রী পাইভেট পড়ে বাড়ি ফেরার সময় প্রায় তাদের দুই বখাটে রমজান ও রকিব উত্ত্যক্ত করত। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় ওই দুই স্কুল ছাত্রী পাইভেট পড়ে বাড়ি ফেরার পথে নলডাঙ্গা গোরস্থান মোড়ে দুই বখাটে রমজান ও রকিব তাদের গতিরোধ করে উত্ত্যক্ত করা শুরু করে। এসময় এক স্কুল ছাত্রী প্রতিবাদ করলে রকিব আলী ওই ছাত্রীর গলাটিপে ধরে চড়থাপ্পর মারা শুরু করলে আরেক ছাত্রী চিৎকার দিলে স্থানীয়রা এগিয়ে এলে রকিব পালিয়ে যায় এবং রমজান আলী কে গ্রামবাসি আটক করে থানা পুলিশে সৌপর্দ করেন। বখাটের গলাটিপে চড়থাপ্প মারায় ওই ছাত্রী ভয় ও আতংকে অজ্ঞান হয়ে পড়ে। পরে অজ্ঞান অবস্থায় এলাকাবাসী ওই ছাত্রীকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন। সাথে থাকা আরেক নবম শ্রেণির স্কুল ছাত্রী নাহার জানান, আমাদের পাইভেট পড়ে বাড়ি ফেরা ও স্কুলে যাওয়ার সময় প্রায় আমাদের উত্যক্ত করে। প্রতিবাদ করায় আমার বান্ধবীকে রকিব নামের ছেলেটি তার বাম হাত দিয়ে গলাটিপে ডানহাত দিয়ে চড়থাপ্পর মেরে অজ্ঞান করে। আহত ছাত্রীর মা শাহিনুর বেগম জানান, উত্যক্তের প্রতিবাদ করায় আমার মেয়ের আজ যে ঘটনা ঘটেছে আর কোন মেয়ের সাথে এমন ঘটনা না ঘটে সে ব্যবস্থা গ্রহন করতে হবে।
এব্যাপারে নলডাঙ্গা থানার ওসি (তদন্ত) উজ্জল হোসেন জানান, আহত ওই স্কুল ছাত্রী সুস্থ্য হলে তার কাছ থেকে সব ঘটনা ভাল করে জেনে দুই বখাটের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এঘটনায় ছাত্রীর পরিবারের পক্ষে থেকে কোন অভিযোগ করে নি। আভিযোগ করলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
খবর২৪ঘণ্টা.কম/নজ