নাটোর প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গার জামতৈলের ভাতঝড়া বিলে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক অপূর্ব নামের এক কলেজছাত্র নিহত ও অপর আরোহী আহত হয়েেছ । নিহত অপূর্ব সরকার উপজেলার গোসল গ্রামের ভূষণ গাছা গ্রামের দীপেন সরকারের ছেলে।
প্রত্যক্ষদর্শিরা জানায়, বৃহস্পতিবার দুপুরে মোটরসাইকেল যোগে অপূর্ব সরকার কলেজ থেকে বাড়ি ফিরছিল। পথে নলডাঙ্গা উপজেলার আমতৈল গ্রামের ভাতঝড়া বিল এলাকায় মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নারিকেল গাছের সাথে ধাক্কা লেগে। এতে তাদের মোটরসাইকেল রাস্তার পাশে জমিতে উল্টে যায়।
এতে গাছের সাথে মাথায় আঘাত লেগে ঘটনাস্থলেই অপূর্ব সরকার মারা যায়। আহত অপর মোটরসাইকেল আরোহীকে স্থানীয়রা উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে। নিহত অপূর্ব ও আহত অপর আরোহী উভয়ই একাদশ শ্রেণীর ছাত্র বলে জানা গেছে।
এ ব্যাপারে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান জানান, ইতিমধ্যে সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।খবর২৪ঘণ্টা, জেএন