নাটোর প্রতিনিধি: নাটোর জেলা কারাগারে মাদক মামলার আসামি নেশাগ্রস্থ এক হাজতির মৃত্যু হয়েছে। রোববার রাতে নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তিনি মারা যায়।
নাটোর জেলা কারাগার কর্তৃপক্ষ জানায়, মাদক মামলার আসামি মাদকাসক্ত মেরাজুল ইসলাম মুক্তা নামে এক হাজতি গত সন্ধ্যায় বুকের ব্যথায় অসুস্থ হয়ে পড়ে। দ্রুত তাকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাতে সে চিকিৎসাধিন অবস্থায় মারা যায়।
চিকিৎসকরা জানায়, হাজতি মুক্তা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। তিনি কানাইখালি মহল্লার সিদ্দিকুর রহমান গুলু মহরীর ছেলে।
খবর২৪ঘণ্টা, জেএন