নাটোর প্রতিনিধিঃ ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ও মাল্টিমিডিয়া ক্লাসরুম চালুর লক্ষ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরর কর্তৃক নাটোর সদর ও নলডাঙ্গা উপজেলায় ১৭৯টি প্রাথমিক বিদ্যালয়ে ১৭৯টি ল্যাপটপ বিনামূল্য বিতরন করেন নাটোর-২ (নাটোর সদর-নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক শফিকুল ইসলাম শিমুল। মঙ্গলবার দুপুরে সদর উপজেলা হল রুমে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে বিনামূল্য ল্যাপটপ বিতরন করেন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার বানুর সভাপতিত্বে অন্যন্যের মধ্য বক্তব্য রাখেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ম. রেজা হাসান, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি এ্যাড. সিরাজুল ইসলাম পিপি, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি সামসুল ইসলাম, জেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক সৈয়দ মর্ত্তোজা আলী বাবলু, জেলা আওয়ামী লীগ দপ্তর সম্পাদক দিলীপ কুমার দাস, নাটোর ও নলডাঙ্গা উপজেলা শিক্ষা অফিসার সহ আওয়ামী লীগের নেতাকর্মী ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষগন।
খবর২৪ঘণ্টা.কম/নজ