নাটোর প্রতিনিধি: নাটোর ইয়ুথ ব্লাড ডোনার গ্রুপের স্বেচ্ছায় রক্তদান ও সচেতনতা মূলক কার্যক্রমের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উত্তরা গণভবন এলাকা সংলগ্ন ঐতিহ্যবাহী দিঘাপতিয়া পি.এন উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হল “নাটোর ইয়ুথ ব্লাড ডোনার গ্রুপ” এর আয়োজনে ২৩ তম বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী। যেখানে বিনামূল্যে প্রায় ২৩০ জন ছাত্রছাত্রীদের মূল্যবান রক্তের গ্রুপ পরিক্ষা করা হয় জনসচেতনতায় আরেকটি সফল কার্যক্রমের বাস্তবায়ন ঘটায় সংগঠনটি। উক্ত কার্যক্রমে উদ্বোধন করেন দিঘাপতিয়া পি এন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল আলীম।
এসময় তিনি নাটোর ইয়ুথ ব্লাড ডোনার গ্রুপের ভূয়ষী প্রশংসা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা- খন্দকার ইখতিয়ারুল হক উল্লাস, সভাপতি- অনিক সরকার, সাধারন সম্পাদক – মাসুদ রানা, সহ-সভাপতি- নাজমুল আহম্মেদ, সাজেদুল ইসলাম, মিঠুন, আরমান, রবিন, অপসরি, মোনালিসা, স্কুলের সহকারি প্রধান শিক্ষক রমজান আলী, সহ:শিক্ষক মিন্টু, কামাল, সাইফুল, ফজলু, তাপসী সহ প্রমুখ।
খবর২৪ঘণ্টা, জেএন