নাটোর প্রতিনিধিঃ নাটোর জেলা আইনজীবী সমিতি নব-নির্বাচিত কার্যকরী কমিটি শপথ গ্রহন অনুষ্ঠান হয়েছে। সোমবার বিকেলে জেলা আইনজীবী সমিতি আয়োজনে সমিতির সম্মেলন কক্ষে এই শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার জেলা আইনজীবি সমিতির নির্বাচন কর্মকর্তা এ্যাড. শরিফুল হক মুক্তা। শপথ গ্রহন অনুষ্ঠানে বক্তব্য রাখেন নাটোর জেলা ও দায়রা জর্জ রেজাউল করিম,চীফ জুডিশিয়াল ম্যাজিট্রেট হাবিবুর রহমান সিদ্দিকী । এছাড়াও অন্যন্যোর মধ্য বক্তব্য রাখেন নব-নির্বাচিত কমিটি সভাপতি এ্যাড. সিরাজুল ইসলাম পিপি, সাধারন সম্পাদক এ্যাড. লোকমান হোসেন বাদলসহ প্রমুখ। এর আগে নব-নির্বাচিত কার্যকরী কমেটি সভাপতি ও সম্পাদকসহ সকল সদস্যদের ফুল দিয়ে বরন করে নেওয়া এ্যাডভোকেট সোহেল রানাসহ বিভিন্ন আনইজীবিরা।
খবর২৪ঘণ্টা.কম/রখ